আজ: মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ইং, ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৯ সেপ্টেম্বর ২০১৭, শুক্রবার |

kidarkar

কখন কোন শেয়ার কেনা ভুল সিদ্বান্ত

investor

শেয়ার বাজারে অনেক সময়ই কোন অনুমান গবেষণা বা কৌশল যথাযথভাবে শতভাগ কার্যকর হয়না যেহেতু শেয়ার বাজারে মেকানিজম পাটি অতি দ্রুত তাদের পলিসি পরিবতর্ন করে।

কারন যারা শেয়ারকে মেকানিজম বা গ্যা্ম্বলিং করে তারা তাদের মনের ভিতরের ইচ্ছা বা তাদের অনুকুলের বা প্রতিকুলের পরিস্থিতির উপর বিবেচনা করে। তবে অনেক গবেষণা বা অভিজ্ঞতা অথবা পূর্ব ধারাবাহিকতার মাধ্যমে অনেক বিষয় জানা যায় ।এর জন্যই অনেকে অসময়ে কোন একটি শেয়ার কিনে দীঘদিন আটকিয়ে যান। আর আমি তাই বিনিয়োগকারীদের সুবিধার্থে কোন নিদিষ্ট শেয়ার কেনার ভুল সময়গুলো বিনিয়োগকারীদের স্মরন করিয়ে দিতে চাই।

১। বোনাস ঘোষণা করবে এমন কোম্পানির শেয়ার ঘোষিত ডেটের ১/২ দিন পূর্বে উক্ত শেয়ারটি কিনা যাবেনা।

২। বোনাস ঘোষণার দিন থেকে রেকডর্ ডেটের পর এক মাস।

৩। শেয়ারটির এজিএম পরে শেয়ার ঢুকানোর পরবতি এক মাস উক্ত শেয়ার না কিনায় ভাল।

৪। রাইট শেয়ার ঘোষণায় একইভাবে ২নং ও ৩নং টির মতন অনুসরণ করতে হবে।

৫। ক্রমাগত ৫দিন গেইনারে থাকা শেয়ারটি কিনা যাবেনা।

৬। ধারাবাহিকভাবে গেইনারে যাওয়া এবং লেনদেন বৃদ্বি পেয়ে টপ-২০’তে প্রবেশকৃত শেয়ারটি কিনা যাবেনা।

৭। হঠাৎ কোন শেয়ারের পক্ষে কোন নিউজ আসলে আগের ৩দিনের সমপরিমান লেনদেন বৃদ্বি পাওয়া শেয়ারটি কিনা যাবেনা।

৮। কোন শেয়ারের দূঘটর্না বা তার পরিচালনা বোডের কোন সদস্যের গ্রেফতার  বা অনাকাঙ্খিত খবর আসলে কমপক্ষে ২মাস শেয়ারটি কিনা যাবে না।

লেখক ও গবেষকঃ মোঃআব্দুল মতিন চয়ন ।ইনভেষ্টর ICML ও গ্লোব সিকিউরিটিজ রাজশাহী শাখা।

শেয়ারবাজারনিউজ/ম.সা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.