আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০২ অক্টোবর ২০১৭, সোমবার |

kidarkar

ফেসবুক সম্পর্কে মজার কিছু তথ্য জানুন

facebook-xlarge-transশেয়ারবাজার ডেস্ক: ফেসবুক বিশ্ব-সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থার একটি ওয়েবসাইট, যা ২০০৪ সালের ফেব্রুয়ারি ৪ তারিখে প্রতিষ্ঠিত হয়। এটিতে নিখরচায় সদস্য হওয়া যায়। এর মালিক হলো ফেসবুক ইনক। ব্যবহারকারীগণ বন্ধু সংযোজন, বার্তা প্রেরণ এবং তাদের ব্যক্তিগত তথ্যাবলী হালনাগাদ ও আদান-প্রদান করতে পারেন, সেই সাথে একজন ব্যবহারকারী শহর, কর্মস্থল, বিদ্যালয় এবং অঞ্চল-ভিক্তিক নেটওয়ার্কেও যুক্ত হতে পারেন।

জেনে নিন ফেসবুক সম্পর্কে মজার কিছু তথ্য:

১. মার্ক জুকারবার্ক যিনি ফেসবুকের সৃষ্টি কর্তা। তাকে হাজার চেষ্টা করলেও ব্লক করতে পারবেন না৷ অবশ্যই তিনি ফেসবুকের সৃষ্টি কর্তা বলে একটু বেশিই সুবিধা পান৷

২. ফেসবুকে প্রায় ৩০ মিলিয়ন মৃত মানুষ রয়েছে। যাদের কেউ হয়তো আপনার ফ্রেন্ড লিস্টেই রয়েছে।

৩. ৬ লক্ষ ফেসবুক হ্যাকার রোজ চেষ্টা করে চলেছে আপনার ফেসবুক হ্যাক করার জন্য। সত্যি সংখ্যাটা একটু বেশিই!

৪. চিনের কেউ ফেসবুক ব্যবহার করতে পারেনা। কারণ এই দেশে ব্লক করা রয়েছে ফেসবুক।

৫. ফেসবুক আপনাকে সব সময় ট্র্যাক করে আপনি কোন সাইট-এ গেলেন বা কি সার্চ করলেন এমনকি আপনি আপনার ফেসবুক অফ করার পরও এই ট্র্যাকিং চালিয়ে যায় ফেসবুক কর্তৃপক্ষ।

৬. ফেসবুকের চেহারা কদিন পরপর বদল করলেও, মার্ক জাকারবার্গ তাঁর টি-শার্ট বদল করার সময় পান না। এক ধূসর রঙের টি-শার্টটি গায়ে দিয়ে তিনি দিনের পর দিন পার করে দেন!

৭. বিস্ট নামে জাকারবার্গের একটি পোষা কুকুর আছে। ফেসবুকে কুকুরটির ফলোয়ার সংখ্যা দেড় কোটির বেশি!

৮. ২০০৬ সালে ক্রিস পুটনাম নামের এক ব্যক্তি ফেসবুক হ্যাক করেছিলেন। ফলাফল? পরদিন সকালেই তিনি ফেসবুকের প্রধান কার্যালয়ে চাকুরী
পেয়েছিলেন।

৯. ফেসবুকের নাম যখন শুরুতে `দ্য ফেসবুক` ছিল, নামের পাশেই একজন মানুষের অস্পষ্ট ছবি চোখে পড়ত। ছবিটি বিখ্যাত অভিনেতা-পরিচালক আল পাচিনোর।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.