আইএফসির নামে শেয়ার ইস্যু করেছে সিটি ব্যাংক

শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সিটি ব্যাংক বিশ্ব ব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশনস (আইএফসি) নামে ৪ কোটি ৬০ লাখের বেশি নতুন শেয়ার ইস্যু করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সুত্র মতে, সিটি ব্যাংক আইএফসির কাছে ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১৮.৩০ টাকা প্রিমিয়ামসহ ২৮.৩০ টাকা দরে ৪ কোটি ৬০ লাখ ৯৪ হাজার ৬৩৩টি শেয়ার ইস্যু করেছে। এজন্য আইএফসিকে দিতে হয়েছে ১৩০ কোটি ৪৪ লাখ ৭৮ হাজার ১১৩ টাকা।
এর ফলে বর্তমানে ব্যাংকটির পরিশোধিত মূলধন বেড়ে দাঁড়িয়েছে ৯২১ কোটি ৮৯ লাখ ২৬ হাজার ৬৪০ টাকায়। যা এর আগে ছিল ৮৭৫ কোটি ৭৯ লাখ ৮০ হাজার ৩১০ টাকা।
এছাড়া শেয়ার প্রিমিয়ামের পরিমাণ দাঁড়িয়েছে ১৫০ কোটি ৪৩ লাখ ৮৮ হাজার ৭৯৬ টাকা। এর আগে যা ছিল ৬৬ কোটি ৮ লাখ ৫৭ হাজার ১৩ টাকা।
শেয়ারবাজারনিউজ/এম.আর