আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৬ এপ্রিল ২০১৫, রবিবার |

kidarkar

সঞ্চয়পত্রে ঝোঁক থাকায় পুঁজিবাজারে কমছে বিনিয়োগ

Sakkhatkarশেয়ারবাজার রিপোর্ট: বর্তমানে মানুষ সঞ্চয়পত্রের দিকে ঝুঁকছে। এতে পুঁজিবাজারে বিনিয়োগের পরিমাণ কমে যাচ্ছে। একইসাথে ব্যাংকে আমানতের পরিমাণও কমছে। তাই দেশের পুঁজিবাজারকে শক্তিশালী করতে হলে দ্রুত সঞ্চয়পত্রের সুদ হার কমাতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. বিরূপাক্ষ পাল।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বোর্ড অব ইনভেস্টমেন্ট আয়োজিত ‌‘স্টেট অব দ্য ইকোনমি’ শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন তিনি।

মুদ্রাস্ফীতিকে ব্লাড প্রেসারের সঙ্গে তুলনা করে সেমিনারে ড. বিরূপাক্ষ পাল বলেন,  ব্লাড প্রেসার হলে যেমনি মানুষ দিন দিন মৃত্যুর কোলে ঢলে পড়ে ঠিক তেমনিভাবে মুদ্রাস্ফীতি হলেও দেশের অথনৈতিক কাঠামো ভেঙ্গে পড়ে। দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে হলে এখনই মুদ্রাস্ফীতির লাগাম টেনে ধরতে হবে।

সেমিনারে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সিনিয়র গবেষক ড. নাজনীন আহমেদ বলেন, সঞ্চয়পত্রে সুদ হার বেশি থাকায় মানুষ এখানে বেশি বেশি বিনিয়োগ করছে। অন্যদিকে পূঁজিবাজারে বিনিয়োগের পরিমাণ কমছে।

নাজনীন আহমেদ বলেন, দেশের ভালো কোম্পানিগুলো পুঁজিবাজারে আসছে না। কারণ কর্পোরেট পর্যায়ে তাদের অতিরিক্ত কর দিতে হয়। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সঞ্চয়পত্রে সুদের হার কমানোর পাশাপাশি কর্পোরেট পর্যায়েও কর হার কমাতে হবে।

তিনি বলেন, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এছাড়াও আন্তর্জাতিক পোশাক বাজারে বাংলাদেশ ইমেজ সংকটে পড়ছে। এসব সংকট কাটাতে হলে দেশে ব্যবসায়িক পরিবেশ বজায় রাখতে হবে। একইসাথে অবকাঠামো উন্নয়ন ও নিরাপত্তা জোরদার করতে হবে।

বর্তমানে দেশে বিনিয়োগের সুষ্ট পরিবেশ বজায় রয়েছে তিনি আরও বলেন, এই মুহূর্তে আন্তর্জাতিক বাজারে তেল, সার ও বিদ্যুতের দাম সহনীয় পর্যায় রয়েছে। অতএব বিনিয়োগের জন্য এখনই সবচেয়ে ভালো সময়।

সেমিনারে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান ড. এস এ সামাদ, ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথোরিটির নির্বাহী পরিচালক মো. কায়কোবাদ হোসাইন, ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্টের পরিচালক মোহাম্মদ নুরুল আমীন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

শেয়ারবাজার/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.