আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৮ অক্টোবর ২০১৭, বুধবার |

kidarkar

শরিয়া ইনডেক্সের তালিকা প্রকাশ করলো সিএসই: স্থান পেয়েছে ১২৮ কোম্পানি

cseশেয়ারবাজার রিপোর্ট: শরিয়াভিত্তিক কোম্পানিগুলোকে নিয়ে গঠিত শরিয়া ইনডেক্সের তালিকা প্রকাশ করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। প্রকাশিত তালিকা অনুযায়ী তালিকাভুক্ত ১২৮টি কোম্পানি এই ইনডেক্সে জায়গা করে নিয়েছে। আগামী ২৯ অক্টোবরের পর থেকে প্রকাশিত কোম্পানিগুলো শরিয়া ইনডেক্সের আওতায় লেনদেন করবে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, শরিয়া ইনডেক্স যেসব কোম্পানি স্থান পেয়েছে সেগুলো হলো: আল-আরাফা ইসলামি ব্যাংক, আমরা নেটওয়ার্ক, আমরা টেকনোলজি, এসিআই, এসিআই ফরমুলেশন, অ্যাকটিভ ফাইন, এএফসি এগ্রো, আফতাব অটো, অগ্নি সিস্টেমস, অলটেক্স, আমান ফিড, আনোয়ার গ্যালভানাইজিং, এপেক্স স্পিনিং, এপেক্স ট্যানারি, অ্যাপোলো ইষ্পাত, আরামিট, আরামিট সিমেন্ট, আরগন ডেনিমস, বঙ্গজ, বারাকা পাওয়ার, বাটা সু, বিবিএস, বিডি ল্যাম্পস, বিডি থাই, বিডি ওয়েল্ডিং, বেঙ্গল উন্ডসর থার্মো প্লাস্টিক, বার্জার পেইন্টস, বেক্সিমকো, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো সিনথেটিকস, সেন্ট্রাল ফার্মা, সিএনএ টেক্সটাইল, কনফিডেন্স সিমেন্ট, সিভিও পেট্রোকেমিক্যাল, ঢাকা ডায়িং, ডেফোডিল কম্পিউটার্স, ডেল্টা স্পিনার্স, ডেসকো, দেশবন্ধু পলিমার, ডোরিন পাওয়ার, ড্রাগন সোয়েটার, ইষ্টার্ন হাউজিং, এক্সিম ব্যাংক, ফ্যামিলিটেক্স, ফার কেমিক্যাল, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফারইষ্ট নিটিং অ্যান্ড ডায়িং, ফাইন ফুডস, ফার্ষ্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক, ফরচুন সুজ, ফু-ওয়াং সিরামিকস, ফু-ওয়াং ফুড।

এছাড়া জিবিবি পাওয়ার, জেনারেশন নেক্সট, গোল্ডেন হার্ভেষ্ট এগ্রো, গ্লোবাল হেভি ক্যামিকেল, গ্রামীন ফোন, হাক্কানি পাল্প, হাইডেলবার্গ সিমেন্ট, হামিদ ফেব্রিক্স, এইচআর টেক্সটাইল, হা-ওয়েল টেক্সটাইল, ইবনেসিনা, ইফাদ অটোস, ইমাম বাটন, ইনটেক, ইসলামী ব্যাংক, ইসলামী ফাইন্যান্স, ইসলামী ইন্সুরেন্স, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক, আটিসি, খান ব্রাদার্স পিপি ওভেন, কেডিএস এক্সেসরিজ, কোহিনূর কেমিক্যাল, কেপিসিএল, খুলনা প্রিন্টিং, লাফার্জ সুরমা সিমেন্ট, লিবরা ইনফিউশন, লিন্ডে বিডি, মালেক স্পিনিং, ম্যারিকো, মোজাফফর হোসেন স্পিনিং, মিরাকল ইন্ডাষ্ট্রিজ, মিথুন নিটিং, মবিল যমুনা, নাভানা সিএনজি, ন্যাশনাল ফিড মিল, ন্যাশনাল টি, অলিম্পিক এক্সেসরিজ, অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ, ওরিয়ন ফার্মা, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম টেক্সটাইল, কাশেম ড্রাইসেলস, আরএকে সিরামিকস, রিজেন্ট টেক্সটাইল, আরডি ফুড, রেকিট বেনকিজার, আরএন স্পিনিং, আরএসআরএম স্টীল, সমতা লেদার, সায়হাম কটন, সায়হাম টেক্সটাইল, সালভো কেমিক্যাল, সমতা লেদার, সামিট এলায়েন্স পোর্ট, শাহজালাল ইসলামী ব্যাংক, শেফার্ড ইন্ডাষ্ট্রিজ, সুহৃদ ইন্ডাষ্ট্রিজ এসআইবিএল, সিমটেক্স, সিঙ্গার বিডি, সিনোবাংলা, শাইন পুকুর সিরামিকস, শাহজীবাজার পাওয়ার, স্কয়ারটেক্স, স্কয়ার ফার্মা, স্ট্যান্ডার্ড সিরামিক, সামিট পাওয়ার, তাকাফুল ইন্স্যুরেন্স, তিতাস গ্যাস, তসরিফা ইন্ডাষ্ট্রিজ, তুং-হাই নিটিং, ওয়াটা কেমিক্যাল, ইয়াকিন পলিমার এবং জাহিন স্পিনিং রয়েছে শরিয়া ইনডেক্সের তালিকায়।

আগামী ২৯ অক্টোবর থেকে এই শরিয়া ইনডেক্সের কার্যক্রম শুরু হবে।

 

 

শেয়ারবাজারনিউজ/ম.সা

২ উত্তর “শরিয়া ইনডেক্সের তালিকা প্রকাশ করলো সিএসই: স্থান পেয়েছে ১২৮ কোম্পানি”

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.