আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১১ জানুয়ারী ২০১৫, রবিবার |

kidarkar

না ফেরার দেশে চাষী নজরুল

nazrulশেয়ারবাজার রিপোর্ট: চিরদিনের জন্য না ফেরার দেশে গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একুশে পদকজয়ী  নির্মাতা চাষী নজরুল ইসলাম।

রাজধানীর ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  রোববার ভোর ৬টার দিকে তার মৃত্যুবরণ করেন তিনি।

দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত এই নির্মাতাকে শনিবার সকাল থেকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের পরিচালক চাষী নজরুল ইসলামের মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩ বছর।

চাষী নজরুল ইসলামের দুই মেয়ের একজনের স্বামী ম্যানিলা থাকেন, তিনি ফিরলে সোমবার বিক্রমপুরে পারিবারিক কবরস্থানে এই চলচ্চিত্র পরিচালকের দাফন হবে বলে জানা গেছে।

চাষী নজরুল ইসলাম পরিচালিত কিছু ছবি পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হলো:
ওরা ১১ জন(১৯৭২)
সংগ্রাম (১৯৭৪)
ভালো মানুষ (১৯৭৫)
বাজিমাত (১৯৭৮)
দেবদাস (১৯৮২)
চন্দ্রকথা (১৯৮৫)
শুভদা (১৯৮৬)
লেডি স্মাগলার (১৯৮৬)
মিয়া ভাই (১৯৮৭)
বেহুলা লক্ষিন্দর (১৯৮৭)
বিরহ ব্যথা (১৯৮৮)
মহাযুদ্ধ (১৯৮৮)
বাসনা (১৯৮৯)
দাঙ্গা ফাসাদ (১৯৯০)
পদ্মা মেঘনা যমুনা (১৯৯১)
দেশ জাতি জিয়া (১৯৯৩)
আজকের প্রতিবাদ (১৯৯৫)
শিল্পী (১৯৯৫)
হাঙর নদী গ্রেনেড (১৯৯৫)
হাছন রাজা (২০০১)
কামালপুরের যুদ্ধ (২০০২)
মেঘের পরে মেঘ (২০০৪)
শাস্তি (২০০৫)
সুভা (২০০৫)
ধ্রুবতারা (২০০৬)
দুই পুরুষ (২০১১)
দেবদাস (২০১৩)
অন্তরঙ্গ (মুক্তির অপেক্ষায়)
ভুল যদি হয় (মুক্তির অপেক্ষায়)

 

শেয়ারবাজার/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.