শুরু হয়েছে ইফাদ অটোসের রাইট আবেদন
শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইফাদ অটোস লিমিটেডের রাইট শেয়ার আবেদন আজ থেকে শুরু হয়েছে। যা চলবে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬১২তম কমিশন সভায় কোম্পানিটিকে রাইট ইস্যুর অনুমোদন দেওয়া হয়।
জানা যায়, কোম্পানিটিকে ২আর:৫ অনুপাতে অর্থাৎ পাঁচটি সাধারণ শেয়ারের বিপরীতে দুটি রাইট শেয়ার ছাড়ার অনুমোদন দিয়েছে বিএসইসি। রাইটের মাধ্যমে কোম্পানিটি ৬ কোটি ২১ লাখ ৯২ হাজার সাধারণ শেয়ার ছাড়বে। আর এতে ১০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের ইস্যু মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। এর মাধ্যমে ১২৪ কোটি ৩৮ লাখ ৪০ হাজার টাকা উত্তোলন করবে।
উত্তোলিত মূলধন দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রধারণ, চলিত মূলধন এবং ঋণ পরিশোধ করবে। রাইট শেয়ার ডকুমেন্ট অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ৩৬.৯৫ টাকা। এছাড়া ১লা জুলাই ২০১৬ থেকে ৩১ মার্চ ২০১৭ পর্যন্ত অর্থাৎ নয় মাসে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.০৫ টাকা।
কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে রয়েছে ব্যানকো ফাইন্যান্স অ্যন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও আলফা ক্যাপিটাল লিমিটেড।
শেয়ারবাজারনিউজ/এম.আর