রাতে বৈঠক ডেকেছেন খালেদা
শেয়ারবাজার ডেস্ক: দলের উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠকে বসবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ৮টায় গুলশানে তার নিজ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্র জানায়, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের পর স্থায়ী কমিটির সদস্য, ২০ দলীয় জোট ও দলের ভাইস ভাইস চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সেখান তিনি বলেন, নির্বাচনে অংশ নিলেও শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে না বিএনপি। এ ছাড়া বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির আলোকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা যায়।
শেয়ারবাজারনিউজ/মু