উভয় স্টক একচেঞ্জে আমান ফিডের শেয়ার দর কমেছে ১১ শতাংশ
শেয়ারবাজার রিপোর্ট: স্টক ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর বিবিধ খাতের কোম্পানি আমান ফিডের শেয়ার দর আজ ১১ শতাংশ কমেছে। এদিন ঢকা স্টক একচেঞ্জে (ডিএসই) কোম্পানির শেয়ার দর ১১ শতাংশ এবং চট্টগ্রাম স্টক একচেঞ্জে ১১.১৮ শতাংশ শেয়ার দর কমেছে। এর ফলে কোম্পানিটি আজ উভয় স্টক একচেঞ্জে টপটেন লুজারের শীর্ষে উঠে এসেছে। উভয় স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত ২০ নভেম্বর আমান ফিডের ডিভিন্ডেন্ড ও এজিএম সংক্রান্ত রেকর্ড ডেট ছিলো। আর আজ কোম্পানির রেকর্ড ডেটের পরের কার্যদিবস ছিলো বলে দর সংশোধন হয়েছে। এর ফলে কোম্পানিটির শেয়ার দর টপটেন লুজারের শীর্ষে উঠে এসেছে।
ডিএসইর তথ্যানুযায়ী, কোম্পানিটি আজ ৭৩১ বারে ৪ লাখ ৪২ হাজার ২১৫টি শেয়ার লেনদেন করে। দিনভর কোম্পানিটি শেয়ার দর ৬৫.৯০ টাকা থেকে ৬৭.৯০ টাকায় উঠানামা করে সর্বশেষ ৬৫.৯০ টাকায় লেনদেন হয়। গতকাল কোম্পানির শেয়ার ক্লোজিং দর ছিল ৭৪.৫০ টাকা, যা আজ ক্লোজিং হয় ৬৬.৩০ টাকায়। সে হিসেবে কোম্পানির শেয়ার দর কমেছে ৮.২০ টাকা বা ১১ শতাংশ।
এদিকে, সিএসইতে আজ কোম্পানিটি ৪৯ বারে ২০ হাজার ৪১০টি শেয়ার লেনদেন করে। দিনভর কোম্পানিটি শেয়ার দর ৬৬.২০ টাকা থেকে ৬৭.৮০ টাকায় উঠানামা করে সর্বশেষ ৬৬.২০ টাকায় লেনদেন হয়। গতকাল কোম্পানির শেয়ার ক্লোজিং দর ছিল ৭৫.১০ টাকা, যা আজ ক্লোজিং হয় ৬৬.৭০ টাকায়। সে হিসেবে কোম্পানির শেয়ার দর কমেছে ৮.৪০ টাকা বা ১১.১৮ শতাংশ।
উল্লেখ্য, কোম্পানিটি ৩০ জুন ২০১৭ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দেয়। আলোচিত সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.৫৪ টাকা, শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৩.৯৬ টাকা।
শেয়ারবাজারনিউজ/এম.আর