জুট স্পিনার্সের ৫৪ শতাংশ দর বাড়ার কারণ নেই
শেয়ারবাজার রিপোর্ট: অস্বাভাবিকহারে শেয়ার দর বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভু্ক্ত পাট খাতের কোম্পানি জুট স্পিনার্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত জু্ট স্পিনার্স কাছে সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকহারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। জবাবে দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
বিশ্লেষণে দেখা গেছে, গত কয়েক কার্যদিবস যাবৎ টানা বাড়ছে এ কোম্পানির শেয়ার দর। গত ৮ নভেম্বর এ শেয়ারের দর ছিলো ৭৬.২০ টাকা। আর ২৩ নভেম্বর এ শেয়ারের লেনদেন হয়েছে ১১৭.৭০ টাকায়। এ সময়ে জুট স্পিনার্সের শেয়ার দর বেড়েছে ৪১.৫০ টাকা বা ৫৪.৪৬ শতাংশ। যা অস্বাভাবিক মনে করছে ডিএসই।
শেয়ারবাজারনিউজ/মু