সাপ্তাহিক গেইনারের শীর্ষে ইস্টার্ন ক্যাবলস
শেয়ারবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক গেইনারের শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন ক্যাবলস লিমিটেড। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৭.০৬ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৫ কোটি ১৫ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহজুড়ে ২৫ কোটি ৭৬ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সাপ্তাহিক গেইনারের তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে প্যারামাউন্ট টেক্সটাইলের ১৮.৬৭ শতাংশ, এমারাল্ড অয়েলের ১০.৯৮ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ১০.৮০ শতাংশ, শাহজালাল ইসলামী ব্যাংকের ১০.১৯ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ১০ শতাংশ, ন্যাশনাল টিউবসের ৯.৮০ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৯.৫৬ শতাংশ, সিএমসি কামালের ৯.৫০ শতাংশ এবং ফাইন ফুডসের শেয়ার দর বেড়েছে।
শেয়ারবাজারনিউজ/এম.আর