সাপ্তাহিক লুজারের শীর্ষে জেমিনী সী ফুড
শেয়ারবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লুজারের শীর্ষে উঠে এসেছে জেমিনী সী ফুড লিমিটেড। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৫১.২০ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩ কোটি ৬০ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহজুড়ে ১৮ কোটি ২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সাপ্তাহিক লুজারের তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে সাইফ পাওয়ারটেকের ২১.৫৬ শতাংশ, একটিভ ফাইন কেমিক্যালের ১৮.৮৩ শতাংশ, ন্যাশনাল পলিমারের ১৮.২২ শতাংশ, এএফসি এগ্রো বায়োটেকের ১৪.৪৯ শতাংশ, ওয়াইমাক্সের ১১.৮১ শতাংশ, মুন্নু জুটের ১১.৭৮ শতাংশ, বারাকা পাওয়ারের ১০.৩৭ শতাংশ, বিবিএস ক্যাবলের ১০.১৭ শতাংশ এবং শমরিতা হসপিটালের ৯.৬০ শতাংশ শেয়ার দর কমেছে।
শেয়ারবাজারনিউজ/এম.আর