ক্রিকেট মাঠে অবাক কান্ড: মাত্র ২ রানে আউট পুরো টিম
শেয়ারবাজার ডেস্ক: ক্রিকেট মানেই রেকর্ড খেলা। প্রায়ই তৈরি হয় নতুন নতুন রেকর্ড। আবার ২২ গজের ক্রিজে অঘটনের জন্মও নতুন কিছু নয়। সম্প্রতি সামনে এসেছে তেমনই একটি ঘটনা, যা সচরাচর দেখা যায় না। যেখানে ওয়ানডে ম্যাচে ১৭ ওভার ব্যাট করে মাত্র ২ রানে গুটিয়ে গেছে একটি দল। দলের এগারো জনের মধ্যে ৯ জনই শূন্য রানে ফিরে গেছেন। ঘটনাটি ঘটেছে ভারতের মাঠে।
দেশটির নাগাল্যান্ডের মেয়েরা গুন্টুরের জে কে সি কলেজ মাঠে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ ওয়ানডে এবং নক আউট টুর্নামেন্টে এ ‘কীর্তি’ গড়েন।
ব্যাট করতে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট পড়তে থাকে নাগাল্যান্ডের। দলের একমাত্র রানটি করেন ওপেনার মেনকা। তাও কিনা ১৮ বল খেলে। অপর রানটি এসেছে কেরলের বোলার অ্যালেনা সুরেন্দ্রান ওয়াইড বল করায়। তিনিই একমাত্র বোলার যিনি একমাত্র রান দিয়েছেন এবং কোনও উইকেট পাননি। তাঁর বোলিং পরিসংখ্যান ৩-২-২-০।
কেরলের বোলারদের মধ্যে সবচেয়ে সফল অধিনায়ক মিন্নু মানি। চার ওভার বল করে কোনও রান না দিয়ে চার উইকেট পেয়েছেন তিনি। এছাড়া সৌরাভ্যা পি পেয়েছেন দু’টি উইকেট। সন্দ্রা সুরেন এবং বিবি সেবাস্টিন একটি করে উইকেট পেয়েছেন।
শেয়ারবাজারনিউজ/এম.আর