আজ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ইং, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৫ নভেম্বর ২০১৭, শনিবার |

kidarkar

রোহিঙ্গা ফেরত কার্যক্রম শুরু ২ মাসের মধ্যে

hasan aliশেয়ারবাজার ডেস্ক: সদ্য চুক্তি অনুযায়ী বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার কার্যক্রম শুরু হতে ২ মাস সময় লাগবে মিয়ানমারের। এই সময়ের মধ্যে বাংলাদেশ ও মিয়ানমারের যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠিত হবে এবং দেশটির রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের জন্য বাড়ি ঘর নির্মাণ করবে। যেখানে সহায়তায় থাকবে ভারত ও চীন। রোহিঙ্গা ফেরতের সম্পূর্ণ প্রক্রিয়ায় জাতিসংঘের সংস্থা ইউএনএইচসিআরকে সম্পৃক্ত করতে চায় মিয়ানমার।

শনিবার (২৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে রোহিঙ্গা ফেরাতে সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে আনুষ্ঠানিক সংবাদসম্মেলনে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

রোহিঙ্গাদের ফেরানোর বিষয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বৃহস্পতিবার দেশটির প্রশাসনিক রাজধানী নেপিদোতে একটি সমঝোতা সই হয়েছে। ২৩ নভেম্বর চুক্তিতে বাংলাদেশের পক্ষে সই করেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী আর মিয়ানমারের পক্ষে সই করেন দেশটির স্টেট কাউন্সেলর দফতরের মন্ত্রী খিও তিন্ত সোয়ে।

মন্ত্রী বলেন, মিয়ানমার ১৯৯২ সালে বাংলাদেশের সাথে তাঁদের যে দ্বিপাক্ষিক চুক্তি ছিল সেটিকে সামনে রেখেই এই চুক্তিতে এসেছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, রোহিঙ্গাদের ফেরত নেওয়া। রাখাইনে থাকার ব্যবস্থা হলে রোহিঙ্গারা যাবে।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.