মিথুন নিটিংয়ের ক্যাটাগরি পরিবর্তন: মার্জিন সুবিধা বন্ধ
শেয়ারবাজার ডেস্ক: ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড। আগামীকাল ২৭ নভেম্বর থেকে কোম্পানিটি পুঁজিবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করবে। এদিকে, এ কোম্পানির শেয়ার ক্রয়ে মার্জিন সুবিধা পাবেন না বিনিয়োগকারীরা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটি ৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। এ কারণে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী কোম্পানিটির শেয়ার কিনতে কোন ঋণ সুবিধা দেওয়া যাবে না। ক্যাটাগরি পরিবর্তনের প্রথম ৩০ দিন থেকেই এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
শেয়ারবাজারনিউজ/মু