বিডি ওয়েল্ডিংয়ের ৪৬ শতাংশ দর বাড়ার কারণ নেই
শেয়ারবাজার ডেস্কঃ অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি ওয়েল্ডিং ইলেক্ট্রডর্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে শেয়ার দর অস্বাভাবিকহারে বাড়তে থাকায় গতকাল কোম্পানিটিকে নোটিশ পাঠায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এর জবাবে কোম্পানিটি জানায়, “আমাদের কাছে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।”
বিশ্লেষণে দেখা গেছে, গত এক মাস ধরেই বাড়ছে বিডি ওয়েল্ডিংয়ের শেয়ার দর। গত ৩১ অক্টোবর কোম্পানিটির শেয়ার দর ছিল ১৭.১০ টাকা। যা ২৬ নভেম্বর বেড়ে দাঁড়ায় ২৪.৯০ টাকায়। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৭.৮০ টাকা বা ৪৫.৬১ শতাংশ। যা অস্বাভাবিক মনে করছে ডিএসই।
শেয়ারবাজারনিউজ/মু