যে কারণে লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ার দর সাড়ে ২৫ শতাংশ কমেছে
শেয়ারবাজার রিপোর্ট: রাইট শেয়ার সংক্রান্ত রেকর্ড ডেটের পর নন-ব্যাকিং খাতের কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ার দর আজ সাড়ে ২৫ শতাংশ কমেছে। এদিন ঢকা স্টক একচেঞ্জে (ডিএসই) কোম্পানির শেয়ার দর ২৫.৬৮ শতাংশ এবং চট্টগ্রাম স্টক একচেঞ্জে ২৫.৪৩ শতাংশ শেয়ার দর কমেছে। এর ফলে কোম্পানিটি আজ উভয় স্টক একচেঞ্জে টপটেন লুজারের শীর্ষে উঠে এসেছে। উভয় স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, লংকাবাংলা ফাইন্যান্স ১R:২ অনুপাতে অর্থাৎ ২টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। ১০ টাকা অভিহিত মূল্যে বাজারে ১৫ কোটি ৯১ লাখ ২৫ হাজার ৪৭০ টি শেয়ার ছেড়ে ১৫৯ কোটি ১২ লাখ ৫৪ হাজার ৭০০ টাকা উত্তোলন করবে কোম্পানিটি। মূলধন উত্তোলন করে ব্যাসেল-৩ এর শর্ত পরিপালন করবে কোম্পানিটি।
এর জন্য গতকাল ২৬ নভেম্বর লংকাবাংলা ফাইন্যান্সের রাইট শেয়ার সংক্রান্ত রেকর্ড ডেট ছিলো। আর আজ সোমবার কোম্পানির রেকর্ড ডেটের পরের কার্যদিবস ছিলো বলে দর সংশোধন হয়েছে। এর ফলে কোম্পানিটির শেয়ার দর টপটেন লুজারের শীর্ষে উঠে এসেছে।
ডিএসইর তথ্যানুযায়ী, কোম্পানিটি আজ ৫ হাজার ৭৮৮ বারে ১ কোটি ৫৫ লাখ ৪২ হাজার ৪০২টি শেয়ার লেনদেন করে। দিনভর কোম্পানিটি শেয়ার দর ৫১.৩০ টাকা থেকে ৫৪.৪০ টাকায় উঠানামা করে সর্বশেষ ৫১.৪০ টাকায় লেনদেন হয়। গতকাল কোম্পানির শেয়ার ক্লোজিং দর ছিল ৬৯.৩০ টাকা, যা আজ ক্লোজিং হয় ৫১.৫০ টাকায়। সে হিসেবে কোম্পানির শেয়ার দর কমেছে ১৭.৮০ টাকা বা ২৫.৬৮ শতাংশ।
এদিকে, সিএসইতে আজ কোম্পানিটি ৫৮৮ বারে ৪ লাখ ৯৩ হাজার ২৬১টি শেয়ার লেনদেন করে। দিনভর কোম্পানিটি শেয়ার দর ৫১ টাকা থেকে ৫৪ টাকায় উঠানামা করে সর্বশেষ ৫১.৯০ টাকায় লেনদেন হয়। গতকাল কোম্পানির শেয়ার ক্লোজিং দর ছিল ৬৯.২০ টাকা, যা আজ ক্লোজিং হয় ৫১.৬০ টাকায়। সে হিসেবে কোম্পানির শেয়ার দর কমেছে ১৭.৬০ টাকা বা ২৫.৪৩ শতাংশ।
শেয়ারবাজারনিউজ/এম.আর