এডিএন টেলিকমের শেয়ার ১৫ টাকা করে কিনেছে ভেনগার্ড বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড
শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড ভেনগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ান এডিএন টেলিকমের ২.৯৭ শতাংশ শেয়ার ১৫ টাকা দরে (প্রতিটি শেয়ার ১৫ টাকা দরে) কিনেছে। ফান্ডটির নিরীক্ষক এ তথ্য জানিয়েছে।
নিরীক্ষক জানায়, পুঁজিবাজারে বুক বিল্ডিং পদ্ধতিতে তালিকাভুক্ত হতে ইচ্ছুক এডিএন টেলিকমের প্রি-আইপিও শেয়ার কিনেছে ভেনগার্ড বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড। তারা ১৫ টাকা করে কোম্পানিটির ১৩ লাখ ৩৩ হাজার ৩৩৪টি শেয়ার ২ কোটি টাকা দিয়ে কিনেছে। এডিএনের ৩০ জুন, ২০১৭ সমাপ্ত বছরের নিরীক্ষা হিসাবে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ১৬.১১ টাকার ওপর ভিত্তি করে ১৫ টাকা শেয়ার দর নির্ধারণ করেছে ভেনগার্ড বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড। তবে কোম্পানিটির ১ জুলাই ২০১৭ থেকে সেপ্টেম্বর ২০১৭ পর্যন্ত তিন মাসের নিরীক্ষা হিসাব না থাকায় শেয়ার দর মূল্যায়ন করতে পারেনি ফান্ডটির নিরীক্ষক।
উল্লেখ্য, পুঁজিবাজার থেকে বুক বিল্ডিং পদ্ধতিতে ৫৭ কোটি টাকা সংগ্রহের জন্য গত ১৯ অক্টোবর রোড শো করেছে এডিএন টেলিকম। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লি:।
এদিকে ফান্ডটির নিরীক্ষক আরো জানায়, ভেনগার্ড বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ডের ৫০ লাখ ইউনিট (প্রতিটি ১০ টাকা করে) ৫ কোটি টাকা দিয়ে কিনেছে। ফান্ডটির ট্রাস্টি এর অনুমোদন দিয়েছে। কিন্তু এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ডের কোন আর্থিক প্রতিবেদন কিংবা মূল্যায়ন প্রতিবেদন পায়নি নিরীক্ষক।
শেয়ারবাজারনিউজ/আ