পাক আইনমন্ত্রীর পদত্যাগ
শেয়ারবাজার ডেস্ক: চাপের মুখে অবশেষে পদত্যাগে বাধ্য হলেন পাকিস্তানের আইনমন্ত্রী জাহিদ হামিদ। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি’র বরাত দিয়ে জানানো হয় এ তথ্য।
খবরে আরও বলা হয়, রোববার রাতে সরকারের সাথে রাজনৈতিক সংগঠন তেহরিক-ই-লাব্বায়েক ইয়া রসূল আল্লাহ’র সমঝোতার পরই এলো এ সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি বরাবর পদত্যাগপত্র জমা দেন আইনমন্ত্রী।
পদত্যাগপত্রে তিনি জানান, ব্যক্তিগত কারণে তিনি দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। আর তার পদত্যাগপত্র অনুমোদন করবেন, প্রধানমন্ত্রী। এদিকে আইনমন্ত্রীর পদত্যাগের সিদ্ধান্তের পর সকাল থেকেই ফাজিয়াবাদ এলাকা থেকে সরে যাওয়া শুরু করেছেন আন্দোলনরত দলটির কর্মী-সমর্থকরা। কনটেইনার সরিয়ে পরিস্কার করা হয়েছে রাজপথ।
নির্বাচনে প্রার্থীদের শপথনামায় মহানবী (সাঃ) -এর নাম বাদ দেয়ার প্রতিবাদে ৬ নভেম্বর থেকে অবস্থান ধর্মঘট শুরু করে, স্বল্পপরিচিত রাজনৈতিক দলটি। শনিবার, তাদের হটাতে অভিযান শুরু হলে; প্রাণ হারান কমপক্ষে ছ’জন; আহত হন আড়াইশ’র বেশি মানুষ।
শেয়ারবাজারনিউজ/মু