পোপের আগমনে পেছালো মিলাদুন্নবী (সা:) উযযাপন
শেয়ারবাজার রিপোর্ট: খ্রিস্ট ধর্মের রোমান ক্যাথলিক শাখার প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস আগামী ৩০ নভেম্বর তিনদিনের সফরে বাংলাদেশে আসছেন। আগামী ২ ডিসেম্বর তিনি সফর শেষে দেশে ফিরে যাবেন। পোপের আগমনকে কেন্দ্র করে রাজধানীতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
এদিকে আগামী ২ ডিসেম্বর পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে সরকারি বন্ধ রয়েছে। এদিন ১২ রবিউল আউয়াল মহানবীর জন্ম হওয়ার খুশিতে মুসলমান ধর্মের অনুসারীরা নানা কর্মসূচি পালন করে থাকেন। সারা দিন রাত আল্লাহ ও তার রাসূলের (সা:) গুনগান, নফল রোযা রাখার পাশাপাশি অন্যান্য এবাদত বন্দেগী,মিলাদুন্নবী (সা:) এর গুরুত্ব নিয়ে আলেম ওলামা মাশায়েকবৃন্দ বিভিন্ন আলোচনা ও জসনে জুলুস (আনন্দ মিছিল) করে থাকেন।
কিন্তু এবছর পোপের আগমনকে কেন্দ্র করে ২ ডিসেম্বরের ঈদ-এ-মিলাদুন্নবী (সা:) এর নানা কর্মসূচি বিশেষ করে ধমীয় আলোচনা ও জসনে জুলুস একদিন পিছিয়ে ৩ ডিসেম্বর পালন করা হবে।
রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে ময়দান,সোহরাওয়ার্দি ময়দানসহ ঢাকার বিভিন্ন স্থানে প্রায় ৬৮টি জুলুস পিছিয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা:) আগামী ৩ ডিসেম্বর উযযাপিত হবে।
এদিকে পোপের আগমন উপলক্ষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে সবধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো: আছাদুজ্জামান মিয়া।
তিনি বলেছেন, জাতীয় স্বার্থে তাঁকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে। এজন্য সফরের সকল ভেন্যু, হোটেল ও বিমানবন্দরকেন্দ্রিক থাকবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। গমনাগমনকালে পোশাকে এবং সাদা পোশাকে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছড়া স্ট্যান্ডবাই হিসেবে প্রস্তুত থাকবে সোয়াট ও বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা।
তিনি বলেন, ধর্মগুরু পোপের আগমন সফল করতে আগত বিদেশি অতিথিদের জন্য নির্ধারিত হোটেল, সম্মেলনস্থলসহ প্রত্যেকটি ভেন্যু সুইপিংসহ সিসি ক্যামেরা দিয়ে মনিটরিং করা হবে। আর্চওয়ে স্থাপন এবং পুরুষের পাশাপাশি মহিলা স্বেচ্ছাসেবক থাকবে। আবাসনস্থল ও যাতায়াত রাস্তা নিরাপত্তা ব্যবস্থা, রুফটপ ডিউটি, মোবাইল ডিউটি মোতায়েন থাকবে।