লিমিট ছাড়া লেনদেন করছে ইউনাইটেড পাওয়ার ও সিএমসি কামাল
শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার লেনদেনে আজ কোনো সার্কিট ব্রেকার দেয়া হয়নি। ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণা দেয়ার কারণে নিয়মানুযায়ী এসব কোম্পানির শেয়ার লেনদেনে আজ কোনো লিমিট দেয়া হয়নি। কোম্পানিগুলো হলো: সিএমসি কামাল এবং ইউনাইটেড পাওয়ার লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সিএমসি কামাল লিমিটেড:
বস্ত্র খাতের কোম্পানি সিএমসি কামাল লিমিটেড ৩০ জুন ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত অর্থ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৯২ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য ১৯.০২ টাকা ও শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২.২৬ টাকা।
ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরে জানানো হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ ডিসেম্বর।
ইউনাইটেড পাওয়ার:
ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিভিউশনের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্য ৯০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১.৫০ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ জানুয়ারি, ২০১৮ গল্ফ ক্লাব ঢাকা ক্যান্টমেন্ট, ঢাকায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামি ৮ জানুয়ারি।
শেয়ারবাজারনিউজ/মু