এজিএম ও ইজিএমের সময় এবং ভেন্যু জানিয়েছে রিজেন্ট টেক্সটাইল
শেয়ারবাজার ডেস্ক: বার্ষিক সাধারণ সভার (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) সময় ও ভেন্যু জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ২১ ডিসেম্বর, সকাল সাড়ে ১০টায়, রাইমা কনভেনশন সেন্টার, ৮০ এস. এস. খালেদ রোড়, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, শেয়ারহোল্ডারদের জন্য ৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি। সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২১ টাকা। শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৩০.১২ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ২.০৮ টাকা (নেগেটিভ)।
শেয়ারবাজারনিউজ/মু