আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৯ ডিসেম্বর ২০১৭, মঙ্গলবার |

kidarkar

ইউনাইটেড পাওয়ারের ৩২ কোটি ৬৬ লাখ শেয়ার স্থান্তান্তর হচ্ছে

শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানী খাতের ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ৩২ কোটি ৬৬ লাখ ৪৪ হাজার ৬৮৭টি শেয়ার স্থানান্তর হচ্ছে। একই গ্রুপের ইউনাইটেড এন্টারপ্রাইজের নামে বিও হিসাবে যে পরিমাণ শেয়ার রয়েছে এবং এই প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডার ও পরিচালকদের বিও হিসেবে যে পরিমাণ শেয়ার রয়েছে সবগুলোই একই মালিকাধীন ইউনাইটেড এনার্জি লিমিটেডের বিও হিসাবে স্থান্তান্তর করা হচ্ছে। তবে এই স্থান্তান্তর স্টক এক্সচেঞ্জে লেনদেনের মাধ্যমে হবে না। আজ অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬২০তম সভায় এই শেয়ার স্থানান্তরের অনুমোদন দেয়া হয় বলে জানা গেছে।

জানা যায়, ডিপজটরী (ব্যবহারি) প্রবিধানমালা,২০০৩ ও উপ-আইনের বিধি-বিধান এর পরিপালন সাপেক্ষে ইউনাইটেড এন্টারপ্রাইজেস এন্ড কো: লিমিটেডের বিও হিসাবে ধারণকৃত ১৭ কোটি ৮ লাখ ৭২ হাজার ৯৩২টি ইউনাইটেড পাওয়ারের সাধারণ শেয়ার এবং উক্ত কোম্পানির শেয়ারহোল্ডার ও পরিচালকদের বিও হিসাবে ধারণকৃত সর্বমোট ১৫ কোটি ৫৭ লাখ ৭১ হাজার ৭৫৫টি ইউনাইটেড পাওয়ারের সাধারণ শেয়ার একই মালিকাধীন ইউনাইটেড এনার্জি লিমিটেডের বিও হিসাবে ডিপজিটরী অংশগ্রহণকারীর (ডিপি) মাধ্যমে স্টক এক্সচেঞ্জ এর লেনদেন ব্যতিত স্থানান্তর কমিশন কর্তৃক অনুমোদিত হয়েছে।

সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার অর্জন, অধিগ্রহণ ও কর্তৃত্ব গ্রহণ) বিধিমালা,২০০২ এর এই সংক্রান্ত বিধি ৮ ও বিধি ১৩ পরিপালন হয়ে উক্ত আইনের বিধি ৩৩ এর আওতায় অব্যহতি প্রদানের বিষয়টিও কমিশনে আজকের সভায় অনুমোদন করেছে।

 

 

শেয়ারবাজারনিউজ/ম.সা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.