আজ: মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ইং, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২১ ডিসেম্বর ২০১৭, বৃহস্পতিবার |

kidarkar

ভারতকে বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

শেয়ারবাজার ডেস্ক: সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে নারী ফুটবলে ভারতকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। এর মাধ্যমে টুর্নামেন্টে অপরাজিত থেকেই ফাইনালে বাংলাদেশ।

এর আগে প্রথম ম্যাচে হুরা খাতুনের হ্যাটট্রিকে নেপালকে ৬-০ গোলে উড়িয়ে দারুণ সূচনা করে বাংলাদেশ। আজকের দিনের অন্য ম্যাচে বেলা ২টা ৩০ মিনিটে মুখোমুখি হবে ভুটান ও নেপাল।

এরপর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশের কিশোরীরা।

অন্যদিকে প্রথম ম্যাচে ভারতের কাছে ৩-০ গোলে হেরেছিল ভুটান। এরই ফলে দুই ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ভুটান। ঠিক ঐদিন নেপালের জালে ১০ গোল দিয়ে ফাইনালে উঠেছে ভারত। আর ভারতের কাছে নেপালের এ হারে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। ফলে আগামী ২৪ ডিসেম্বর প্রথম সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপার লড়াইয়ে নামবে বাংলাদেশ-ভারত।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.