আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৮ ডিসেম্বর ২০১৭, বৃহস্পতিবার |

kidarkar

৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে ডাচ্-বাংলা ব্যাংক

শেয়ারবাজার রিপোর্ট: দ্বিতীয় সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ডাচ্-বাংলা ব্যাংকের পরিচালনা পর্ষদ। এ লক্ষে কোম্পানিটি ৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে। যার মেয়াদ হবে ৭ বছর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, মূলত ব্যবসা সম্প্রসারণ ও মূলধন শক্তিশালী করতে এই বন্ড ইস্যু করা হবে। বন্ডটির বৈশিষ্ট হচ্ছে-অনিরাপদ, নন-কনভারটেবল,সাব-অর্ডিনেটেড বন্ড। সাত বছর মেয়াদী বন্ড প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

ব্যাংকটি ব্যাসল-৩ অনুযায়ী টায়ার-২ মূলধন বাড়ানো ও মূলধন ভিত্তি শক্তিশালী করার জন্য বন্ড ইস্যু করবে।

ডাচ্-বাংলা ব্যাংক এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে টাইয়ার-টু ক্যাপিটাল বেস, ব্যাসল-৩ এর শর্ত পূরণ করবে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এই বন্ড ইস্যু করা যাবে।

উল্লেখ্য, ডাচ-বাংলা ব্যাংক বিএসইসি ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের পর প্রয়োজনে বন্ডটির যেকোনো ফিচার পরিবর্তন করতে পারে।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.