আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৯ ডিসেম্বর ২০১৭, শুক্রবার |

kidarkar

ওটিসি মার্কেটে লেনদেন বেড়েছে ১৭১৬.১৬ শতাংশ

শেয়ারবাজার রিপোর্ট: শেয়ারবাজারের ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটের লেনদেন ১৭১৬.১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে৷ ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ২০১৭ সালে ওটিসি মার্কেটে মোট ১০৮ লাখ ৮৫ হাজার শেয়ার লেনদেন হয়৷ যার বাজার মূল্য ৭২ কোটি ৬৫ লাখ টাকা৷ যা আগের বছর অর্থাৎ ২০১৬ সালে ৩৩ লাখ ২৫ হাজার শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ৪ কোটি টাকা৷ সে হিসেবে ওটিসি মার্কেটে লেনদেন ১৭১৬.১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে৷

এদিকে, ওটিসি মাকের্টের জন্য নতুন বাজার কাঠামো তৈরী ও আলাদা রেগুলেশন তৈরী করা হবে জানা গেছে। ইতিমধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ওভার দি কাউন্টার বুলেটিন বোর্ড) রেগুলেশন, ২০১৭ নামে খসড়া তৈরি করে বিএসইসি’র কাছে জমা দিয়েছে ডিএসই৷ বিএসইসি’র অনুমোদনের পর ডিএসই এই মাকের্টের নতুন নামকরণ করবে ‘ডিএসই বুলেটিন বোর্ড’৷

শেয়ারবাজারনিউজ/এম.আর

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.