বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে এবং শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে ১২ জানুয়ারি, সোমবার ঢাকায় হরতালের ডাক দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
তবে ঢাকা জেলাসহ এর পার্শ্ববর্তী জেলাগুলোতে এ হরতাল পালন করা হবে বলে জানিয়েছেন ছাত্রদলের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটওয়ারী ।
উল্লেখ্য, ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করতে না দেওয়া, খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা ও দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ৫ জানুয়ারি থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
শেয়ারবাজার/অ