আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৬ ফেব্রুয়ারী ২০১৮, মঙ্গলবার |

kidarkar

স্বপ্নে কি দেখলে বুঝবেন মৃত্যু আপনার কাছে !

শেয়ারবাজার ডেস্ক: স্বপ্ন মানুষের একটি মানসিক অবস্থা, যাতে মানুষ ঘুমন্ত অবস্থায় বিভিন্ন কাল্পনিক ঘটনা অবচেতনভাবে অনুভব করে থাকে। ঘটনাগুলি কাল্পনিক হলেও স্বপ্ন দেখার সময় সত্যি বলে মনে হয়। অধিকাংশ সময় দ্রষ্টা নিজে সেই ঘটনায় অংশগ্রহণ করছে বলে মনে করতে থাকে। অনেক সময়ই পুরনো অভিজ্ঞতার টুকরো টুকরো স্মৃতি কল্পনায় বিভিন্নভাবে জুড়ে ও পরিবর্তিত হয়ে সম্ভব অসম্ভব সব ঘটনার রূপ নেয়। স্বপ্ন সম্বন্ধে অনেক দর্শন, বিজ্ঞান, কাহিনী ইত্যাদি আছে। স্বপ্নবিজ্ঞানের ইংরেজি নাম Oneirology। কিছু স্বপ্নবিজ্ঞানীর মতে নিদ্রার যে পর্যায়ে কেবল আক্ষিগোলক দ্রুত নড়াচড়া করে কিন্তু বাকি শরীর শিথিল (সাময়িকভাবে প্রায় পক্ষাঘাতগ্রস্ত) হয়ে যায় সেই REM (Rapid eye movement, দ্রুত চক্ষু আন্দোলন) দশায় স্বপ্ন মানুষ স্বপ্ন দেখে। কিন্তু এই বিষয়ে বিতর্ক রয়েছে।

ঘুমের মধ্যে আমরা সবাই স্বপ্ন দেখি। স্বপ্ন ভালো হলে ঠিক আছে, তবে খারাপ হলে সারা দিন চিন্তায় থাকি, আর মনে মনে আল্লাহ্‌কে স্মরণ করে বলি ‘এ স্বপ্ন যেন কখনো সত্যি না হয়।’

এখন প্রশ্ন হলো দেখা স্বপ্ন কি সত্যিই নিকট ভবিষ্যতের কোনও আভাস দেয়? বিজ্ঞানমনস্ক কিংবা যুক্তিনির্ভর মানুষরা এই প্রশ্নের উত্তরে বলবেন, না, দেয় না। কিন্তু এ কথা‌ও ঐতিহাসিকভাবে সত্য যে, অনেক ক্ষেত্রে স্বপ্নে দেখা ঘটনা কয়েক দিনের মধ্যেই আশ্চর্যজনকভাবে সত্যি বলে প্রমাণিত হয়েছে। এম‌ন কি, এমন‌ বিশ্বাসও প্রচলিত রয়েছে যে, স্বপ্নে অনেক সময়ে আভাসিত হয় আসন্ন মৃত্যুর পূর্বাভাসও।

বাস্তবে এই জাতীয় ঘটনার নজির রয়েছে। আব্রাহাম লিঙ্কন তার মৃত্যুর কয়েক দিন আগে স্বপ্নে নিজেকে কফিনে শায়িত থাকতে দেখেছিলেন। জুলিয়াস সিজার বা ক্যালিগুলাও তাদের আসন্ন মৃত্যুর প্রতীকী আভাস পেয়েছিলেন তাদের স্বপ্নে। অলৌকিকতা নিয়ে যারা চর্চা করেন, তারা বলছেন, কোনও ব্যক্তির আসন্ন মৃত্যুর পূর্বলক্ষণ যেমন তার দেহে বা মনে ধরা পড়ে তেমনই ধরা পড়ে স্বপ্নেও।

আসুন, জেনে নেই কিভাবে স্বপ্নে নিহিত বিশেষ কিছু‌ প্রতীক আপনার মৃত্যুর পূর্বাভাস জানিয়ে দেয়:

কালো বিড়াল: কালো জাদু বা ডাইনি বিদ্যার চর্চা করেন যারা তাদের কাছে কালো বিড়াল বিশেষ তাৎপর্যবাহী। তারা মনে করেন, স্বপ্নে কালো বিড়াল দেখার অর্থ কোনও ঘোরতর অমঙ্গল ঘটতে চলেছে জীবনে। এমনকী মৃত্যুও সেই অমঙ্গলের সীমানাভুক্ত হতে পারে।

সাপ: স্বপ্নে সাপ-দর্শন পৃথিবীর বহু সংস্কৃতিতেই অশুভ লক্ষণ বলে মনে করা হয়। স্বপ্নে দৃষ্ট সাপ আসন্ন মৃত্যুর প্রতীক, এমনটাই বিশ্বাস।

দাঁত পড়ে যাওয়া: অনেকের মতে স্বপ্নে দাঁত পড়ে যেতে দেখা, কোনও নিকটজনের আসন্ন মৃত্যুর দ্যোতক।

দাঁড়কাক: দাঁড়কাক বা অন্য কোনও কালো পাখি যদি স্বপ্নে আবির্ভূত হয়, তাহলে তা নিকটাগত মৃত্যুর লক্ষণ বলে ধরতে হবে।

ক্রন্দনরত শিশুর পরিচর্যা: যদি স্বপ্নে কোনও ক্রন্দনরত শিশুর পরিচর্যা করতে দেখা যায় নিজেকে, তাহলে তা নিজের অথবা কোনও নিকটজনের মৃত্যুর পূর্বাভাস বলে ধরতে হবে।

কোনও ডুবন্ত ব্যক্তিকে বাঁচানো: বলা হয়, স্বপ্নে কোনও ব্যক্তিকে নিশ্চিৎ মৃত্যুর হাত থেকে বাঁচালে জলের অশুভ শক্তির ক্রোধ গিয়ে পড়ে রক্ষাকারী ব্যক্তির উপর। ফলে এবার তারা সেই ব্যক্তিকেই মৃত্যুর দিকে টেনে নেয়।

একা একা মদ্যপান: কোনও ব্যক্তি যদি স্বপ্নে দেখে যে, সে কোনও শ্মশান বা কবরস্থানে কিংবা কোনও পাহাড়চূড়ায় একা বসে মদ্যপান করছে, তাহলে আদপে তার মৃত্যু তার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে।

নাচ-গানে উচ্ছল আনন্দোৎসব: কেউ যদি স্বপ্নে নিজেকে নাচে-গানে উচ্ছল কোনও উৎসবে অংশগ্রহণ করতে দেখে, তাহলে শিগগিরই সেই ব্যক্তি খুন হবে বলে মনে করা হয়।

শেয়ারবাজারনিউজ/মু

৬ উত্তর “স্বপ্নে কি দেখলে বুঝবেন মৃত্যু আপনার কাছে !”

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.