আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১০ মার্চ ২০১৮, শনিবার |

kidarkar

যেকোনো সময়ে আফরিন শহরে ঢুকবে তুর্কি বাহিনী

শেয়ারবাজার ডেস্ক: সিরিয়ার আফরিনে অভিযানরত তুরস্কের সেনাবাহিনী যেকোনো মূল্যে গোটা আফরিন শহরের নিয়ন্ত্রণ নেবে বলে মন্তব্য করেছেনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। তিনি বলেন, আফরিনের মূল শহরের চারপাশ ঘিরে ফেলা হয়েছে। এখন যেকোনো সময়ে শহরে ঢুকবে তুর্কি বাহিনী। আর যেকোনো মূল্যে এটি করা হবে।

তুরস্কের ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্টের (একেপি) পলিটিকস একাডেমি উদ্বোধনের সময় শুক্রবার দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন। খবর আনাদলু এজেন্সির।

এরদোগান বলেন, ‘এই মুহূর্তে তুর্কি বাহিনী আফরিনকে চারপাশ দিয়ে ঘিরে রেখেছে। অভিযানে এ পর্যন্ত ৩ হাজার ১৭১ কুর্দি গেরিলাকে নিষ্ক্রিয় করা গেছে।’ শত্রু সৈন্যকে হত্যা বা আত্মসমর্পণ বোঝাতে তুরস্ক নিষ্ক্রিয় শব্দ ব্যবহার করে থাকে।

উল্লেখ্য, গত জানুয়ারি মাস থেকে তুরস্ক সিরিয়ার আফরিনে কুর্দি গেরিলাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। অপারেশন অলিভব্রাঞ্চ নামের ওই অভিযানে এ পর্যন্ত ৪১ জন তুর্কি সেনা নিহত হয়েছে।

অভিযানে আফরিনের ১২৪টি গ্রাম কুর্দি গেরিলাদের থেকে মুক্তি করেছে তুর্কি বাহিনী। এছাড়া ১৫৯টি এলাকা ও ৩০টি কৌশলগত স্থান দখলে নিয়েছে তুর্কি বাহিনী।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.