বিল মিলার ১৯৫০ সালে লরিনবার্গের নর্থ ক্যারোলিনায় জন্মগ্রহন করেন। মিলার হচ্ছেন ল্যাগ ম্যাসন ভ্যালু ট্রাস্ট ((LMVTX) ফান্ডের পোর্টফোলিও ম্যানেজার। তার পরিচালিত এই ফান্ডটি মিউচ্যুয়াল ফান্ডের ইতিহাসে সর্বোচ্চ লাভজনক হিসেবে পরিচিতি লাভ করে। তার দক্ষ পরিচালনার জন্য S&P 500 ইনডেক্সে ১৯৯১ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত একটানা ১৫ বছর ধারাবাহিকভাবে এই ফান্ডটি উল্লেখযোগ্য অবদান রাখে। মিলারের এই…