আজ: সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ইং, ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৩ অগাস্ট ২০২১, মঙ্গলবার |

kidarkar

শেয়ারবাজার অতিমূল্যায়িত নয়- বিনিয়োগকারী ঐক্য পরিষদের দাবি

শেয়ারবাজার ডেস্ক: দেশের পুঁজিবাজার অতিমূল্যায়িত নয় বলে দাবি করেছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। সংগঠনটি বলছে, বাংলাদেশের বাজারে শেয়ারের মূল্য-আয় অনুপাত ভারতসহ প্রতিবেশী দেশগুলোর বাজারের চেয়ে অনেক কম।

মঙ্গলবার (৩ আগস্ট) এক বিবৃতিতে এই দাবি করেছে সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়েছে, আজ সকালে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের এক জরুরী সভা সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় দেশের বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে নিম্নলিখিত মতামত উঠে আসে-

‘দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি পুঁজিবাজার। নতুন কমিশন দায়িত্ব নেয়ার পর বিভিন্ন উদ্যোগ গ্রহন ও সকল অংশীজনের সহযোগিতায় দীর্ঘ সময়ের মন্দাভাব কাটিয়ে পুঁজিবাজারে বর্তমানে সুবাতাস বইতে শুরু করেছে। দেশী ও বিদেশী বিনিয়োগ পুঁজিবাজারে বৃদ্ধি পাচ্ছে। ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীরা তাদের হারানো পুঁজি ফিরে পেতে শুরু করেছে। প্রধানমন্ত্রী পুঁজিবাজারের উন্নয়নের জন্য ৬টি দিক-নির্দেশনা দিয়েছেন। পুঁজিবাজারে বিদেশী বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত মোতাবেক ইতোপূর্বে বিদেশে রোড শো অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের সমন্বয়ে আমেরিকার ৪টি শহরে রোড শো চলছে। বাংলাদেশের পুঁজিবাজারে উপযুক্ত পরিবেশ থাকার কথা উল্লেখ করে রোড শো’তে বিদেশী বিনিয়োগকারীদেরকে বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছেন বিএসইসি-এর চেয়ারম্যান শিবলী রোবায়েতুল ইসলাম।’

‘বাজার যখন গতিশীলতার দিকে যাচ্ছে, তখন অনেক বিশ্লেষক পুঁজিবাজার নিয়ে নেতিবাচক বিশ্লেষন তুলে ধরছেন। যা পুঁজিবাজারের উন্নয়ন ও গতিশীলতার অন্তরায়। বিশেষজ্ঞদের কেউ কেউ বর্তমান বাজারকে তিনি অতি মূল্যায়িত বলে মন্তব্য করেছেন। অথচ আমাদের পুঁজিবাজারের এভারেজ পিই-১৫.০৫। ব্যাংক খাতের পিই-৭.০০। যেখানে প্রতিবেশী দেশ ইন্ডিয়াতে এভারেজ পিই-৩০ এর উপরে এবং থাইল্যান্ডে পিই-২৭ এর বেশি। তাই আমরা বলতে চাই, বাংলাদেশের পুঁজিবাজার বর্তমানে কোনভাবেই অতি মূল্যায়িত নয়।’

বাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে সবার দায়িত্বশীল বক্তব্য কামনা করে বিনিয়োগকারী ঐক্য পরিষদ।

উক্ত সভায় সংগঠনের সভাপতি মিজান উর রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী আবদুর রাজ্জাক, সহ-সভাপতি মোঃ হুমায়ূন কবির, মোহাম্মদ ইসতিয়াক, যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন হোসেন শামীম, আন্তর্জাতিক সম্পাদক মোঃ আলাউদ্দিন সবুজ, কার্যকরী সদস্য মোঃ ওমর শরীফ, ডাঃ মোঃ মহসিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.