আজ: রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ইং, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৩ সেপ্টেম্বর ২০১৭, রবিবার |

kidarkar

দুই রেকর্ড দিয়ে পুঁজিবাজারের সপ্তাহ পার

bazarশেয়ারবাজার রিপোর্ট: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের (২৭-৩১ আগস্ট) লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে ৫দিনই উত্থান হয়েছে সূচকে। আর এই উত্থানের মাত্রাও ছিলো অত্যাধিক। এরই ধারাবাহিকতায় নতুন মাইলফলকে ৬০০০ পয়েন্ট অতিক্রম করেছে ডিএসইর সূচক। বিনিয়োগকারীদের অনেকদিনের প্রত্যাশিত অবস্থানে পৌঁছেছে আজকের বাজার। এখন পর্যন্ত এটিই ডিএসইএক্সের সর্বোচ্চ অবস্থান। এছাড়া বর্তমান পুঁজিবাজারে বাজার মূলধনের পরিমাণ ৪ লাখ ২ হাজার ৯০ কোটি টাকা। পুঁজিবাজারের ইতিহাসে এটিই সর্বোচ্চ বাজার মূলধন। এদিকে ২০১৭-১৮ অর্থবছরের জন্য দেশের বাজেট ধরা হয়েছে ৪ লাখ ২৬৬ কোটি টাকা। অর্থাৎ সামগ্রিক অর্থনীতির মোট বাজেটের চেয়েও বেশি হচ্ছে বর্তমান পুঁজিবাজারের মূলধন।

অর্থাৎ দুই রেকর্ড দিয়ে পুঁজিবাজারের গত সপ্তাহ পার হয়েছে। বিনিয়োগকারীদের অনেকদিনের আশা ছিল সূচক ৬০০০ পয়েন্ট অতিক্রম করবে। সেই প্রত্যাশার জায়গাটি পূরণ হয়েছে আজ। পাশাপাশি বিনিয়োগকারীদের দাবী এই সূচক যেন দীর্ঘস্থায়ী হয়। এদিকে সপ্তাহশেষে সব ধরণের মূল্য সূচকের পাশাপাশি লেনদেনের পরিমানও বেড়েছে। আলোচ্য সপ্তাহে লেনদেন বেড়েছে ৯.১৪ শতাংশ। আর গড় লেনদেন হয়েছে ৯০৮ কোটি ৯৯ লাখ ৫৪ হাজার ৯৬৯ টাকা।

সাপ্তাহিক ব্যবধানে ডিএসই’র ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক বেড়েছে ২.০৬ শতাংশ বা ১২১.০১ পয়েন্ট। ডিএসই৩০ সূচক বেড়েছে ১.৩০ শতাংশ বা ২৭.৩৮ পয়েন্ট এবং শরীয়াহ সূচক বেড়েছে ১.২৬ বা ১৬.৪৮ পয়েন্টে। আর সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০৩টি কোম্পানির। দর কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির এবং লেনদেন হয়নি ১টি কোম্পানির শেয়ার। এগুলোর ওপর ভর করে সপ্তাহজুড়ে লেনদেন হয় ৪ হাজার ৫৪৪ কোটি ৯৭ লাখ ৭৪ হাজার ৮৪৬ টাকার শেয়ার। যা এর আগের সপ্তাহে ছিলো ৪ হাজার ১৬৪ কোটি ২৬ লাখ ৭১ হাজার ৯৮৯ টাকার শেয়ার। সেই হিসেবে গত সপ্তাহে লেনদেন বেড়েছে ৩৮০ কোটি ৭১ লাখ ২ হাজার ৮৫৭ টাকা।

সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮৬.০৭ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ৪.৩৭ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৭.৫৭ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ১.৯৯ শতাংশ। আর সপ্তাহশেষে ডিএসইর বাজার মূলধন অবস্থান করছে ৪ লাখ ২ হাজার ৯০ কোটি ৮১ লাখ ৯ হাজার ২৭৮ টাকা। গত সপ্তাহে যার পরিমাণ ছিল ৩ লাখ ৯৭ হাজার ৪২ কোটি ১১ লাখ ৮২ হাজার ৫৯৫ টাকা। সে হিসেবে এ সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ১.২৭ শতাংশ।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্য সূচক বেড়েছে ১.৮৭ শতাংশ বা ২০৬.৭৫ পয়েন্ট। সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৮টি কোম্পানির। আর দর কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির। আর সপ্তাহশেষে লেনদেন হয়েছে ৩০৩ কোটি ৫৩ লাখ ৯৯ হাজার ৩৬৬ টাকার শেয়ার।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.