সারাদেশ লকডাউনের ঘোষণায় শেয়ারবাজারে বড় ধস

শেয়ারবাজার ডেস্ক : করোনার প্রকোপের কারণে সরকার সাত দিনের লক ডাউনের ঘোষণা দিয়েছে। আর এই খবরে আতঙ্কিত হয়ে বিনিয়োগকারীরা তাদের হাতে থাকা শেয়ার লসে বিক্রি করতে শুরু করে। যার কারণে বড় ধসের কবলে পড়ে দেশের উভয় শেয়ারবাজার। আজ রবিবার সূচকের বড় পতনের কারণে সাড়ে তিন মাস পেছনে চলে গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন পতনের সাথে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট দরও কমেছে। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে বেড়েছে।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮১.৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৮.৯৮ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩৬.৩৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৮২.১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৬৬.১৬ পয়েন্টে এবং ১৯০১.১২ পয়েন্টে।
আজ ডিএসইতে ৫২১ কোটি ১৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৬৯ কোটি ৮৪ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৪৫১ কোটি ৩৩ লাখ টাকার।
ডিএসইতে আজ ৩২৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭টির বা ২.১৬ শতাংশের, শেয়ার দর কমেছে ২৫১টির বা ৭৭.৪৭ শতাংশের এবং ৬৬টির বা ২০.৩৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৪২.০৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭১৪.৩৪ পয়েন্টে। সিএসইতে আজ ২১৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৩টির দর বেড়েছে, কমেছে ১৮৪টির আর ১৯টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭৫ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
Amader matha to attoi kharap hoy nai je nijer koster taka loss diye share bikri korbo haire news.
ঘর পোড়া গরু সিদুরে মেঘ দেখেই ভয় পায়।কারণ বিশ্বাসের জায়গাটা এমনভাবে নষ্ট করা হয়েছে যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ব্যাংক বীমা ছাড়া কোনোভাবেই উত্তরণ সম্ভব নয়।হ্যা,এখেত্রেও সরকারের সদিচ্ছার বিকল্প কিছু নেই।সাধারণ বিনিয়োগকারী ক্ষতিগ্রস্থ হলে যেন কারো কিছুই যায় আসেনা।
এ ধরনের ঘোষনার কারনে শেয়ারের দাম কমে কেন বোধগম্য নই, তবে এটা পরিস্কার যে, এর মধ্যে কোন গোষ্টি ফায়দা লুটতে মরিয়া হয়ে উঠেছে..
কখনও কোন কেনা শেয়ার লসে বিক্রি করার পক্ষে আমি নয় প্রয়োজনে ধরে রাখা যায়।
Bima 60%share Kobe buy hobe please janaben
the panic players should not invest in share bazar. they are destroying the market 🙁