আজ: বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ইং, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৮ অগাস্ট ২০১৫, শনিবার |

kidarkar

মূলধন উত্তোলনের অনুমোদন পেল ইউনাইটেড এয়ার

united airway egmশেয়ারবাজার রিপোর্ট: প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৬২ কোটি ৪৮ লাখ ৮ হাজার ৮০০ শেয়ার ছেড়ে ৬২৪ কোটি ৮০ লাখ ৮৮ হাজার টাকা উত্তোলন করতে চায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেড। কোম্পানিটি এ সংক্রান্ত বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য ৬ আগষ্ট বিশেষ সাধারণ সভার (ইজিএম) আয়োজন করে। এদিন শেয়ারহোল্ডাররা কোম্পানির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা থেকে দেড় হাজার কোটি এবং উল্লেখিত শেয়ার ছেড়ে পরিশোধিত মূলধন বৃদ্ধির অনুমোদন দেয়। কোম্পানি কর্তৃপক্ষের পক্ষ থেকে পাঠানো এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেড এর শেয়ারহোল্ডারদের ১২তম অতিরিক্ত সাধারণ সভা ৬ আগস্ট ২০১৫ তারিখে পলওয়েল কনভেনশন সেন্টার, উত্তরা, ঢাকায় অনুষ্ঠিত হয়। সভায় ইউনাইটেড এয়ারওয়েজ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরীসহ অন্যান্য পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুমোদিত মূলধন, পরিশোধিত মূলধন বৃদ্ধি এবং ইউনাইটেড এয়ারওয়েজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দীর্ঘ আলোচনায় অংশগ্রহণ করেন সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ। ইউনাইটেড এয়ারওয়েজের কর্ম পরিকল্পনার উপর বিনিয়োগকারীগণ পূর্ণ সমর্থন জ্ঞাপন করেন। সভায় উপস্থিত বিনিয়োগকারীগণ সফলভাবে নবম বছরে পদার্পণ করায় ইউনাইটেড এয়ারওয়েজের পরিচালনা পরিষদসহ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

শেয়ারবাজারনিউজ/সা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.