আজ: বুধবার, ০৮ মে ২০২৪ইং, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

৩১ জুলাই ২০১৬, রবিবার |

kidarkar

বন্ডের উন্নয়নে জোর দিচ্ছে ভারত

bondsশেয়ারবাজার ডেস্ক: শিল্পে পর্যাপ্ত মূলধন পেতে শুধু ব্যাঙ্কের ভরসায় থাকলে চলবে না। সে জন্য বন্ডের (ঋণপত্র) বাজারও চাঙ্গা করা জরুরি।

শনিবার কলকাতায় সিআইআই আয়োজিত আলোচনাসভায় এ কথা বলেন মূল্যায়ন সংস্থা কেয়ার রেটিংয়ের এমডি এবং সিইও ডি আর ডোগরা।

নিজেদের সমীক্ষা উল্লেখ করে তাঁর দাবি, সংস্থাগুলির মূলধনের ৭৯% জোগান দেয় ব্যাঙ্ক। কিন্তু অনুৎপাদক সম্পদ বেড়ে যাওয়ায় এখন ঋণ দেওয়া নিয়ে কিছুটা গুটিয়ে তারা। এই অবস্থায় বিকল্প হিসেবে বন্ড ছেড়ে টাকা তোলার উপর সংস্থাগুলিকে জোর দিতে হবে।

অনুষ্ঠানে দেশের আর্থিক উন্নয়নের জন্য নতুন পথের সন্ধানের উপর জোর দেন আইআইএম-কলকাতার অধ্যাপক এ কে সিংহ। বন্ধন ব্যাঙ্কের কর্ণধার তথা সিআইআইয়ের আর্থিক ও কর সংক্রান্ত কমিটির চেয়ারম্যান চন্দ্রশেখর ঘোষ আবার মনে করেন, অনেক সময় আর্থিক অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায় আইকানুনই। উদাহরণ হিসেবে বলেন, ‘‘ক্ষুদ্রঋণ সংস্থা হিসেবে যে গ্রাহককে এক লক্ষ টাকার বেশি ধার দেওয়া যেত না, ব্যাঙ্ক হয়ে তাঁকেই দেওয়া সম্ভব হচ্ছে ৪ লক্ষ টাকা ঋণ।’’

শেয়ারবাজারনিউজ/আ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.