আজ: শুক্রবার, ১০ মে ২০২৪ইং, ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০২ নভেম্বর ২০১৬, বুধবার |

kidarkar

ডিএসই থেকে সরকারের রাজস্ব আদায় বেড়েছে

DSE_ডিএসইশেয়ারবাজার রিপোর্ট: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) থেকে অক্টোবর মাসে সরকারের রাজস্ব আদায় বেড়েছে। সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে ডিএসই থেকে রাজস্ব আদায় প্রায় ৪৪ শতাংশ বেশি হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, অক্টোবর মাসে  বিনিয়োগকারী ও শেয়ারহোল্ডার এবং ব্রোকারেজ হাউজের শেয়ার বিক্রির হিসেবে ডিএসই থেকে সকাররের মোট রাজস্ব আদায় হয়েছে ১৫  কোটি ৬২ লাখ ৬৬ হাজার ৭৪৪ টাকা। যা আগের মাসে ছিল ১০ কোটি ৮৭ লাখ ১৪ হাজার ২১৩ টাকা। সে হিসেবে ডিএসইর থেকে ৪ কোটি ৭৫ লাখ ৫২ হাজার ৫৩১ টাকা বা ৪৩.৭৪ শতাংশ রাজস্ব বেশী এসেছে।

এর মধ্যে অক্টোবর মাসে ডিএসই থেকে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ১০ কোটি ৫৬ লাখ ৪ হাজার ৯৭৪ টাকা। যা সেপ্টেম্বর মাসে ছিল ৮ কোটি ৬৮ লাখ ৯৩ হাজার ৮২৭ টাকা। সে হিসেবে রাজস্ব আদায় বেড়েছে ১ কোটি ৮৭ লাখ ১১ হাজার ১৪৭ টাকা।

এদিকে, উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে ডিএসইর রাজস্ব আদায় বেড়েছে দিগুণেরও বেশী। সেপ্টেম্বরে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে ২ কোটি ১৮ লাখ ২০ হাজার ৩৮৬ টাকার রাজস্ব আদায় করা হয়েছিল। যা অক্টোবর এর পরিমাণ দাঁড়িয়েছে ৫ কোটি ৬ লাখ ৬১ হাজার ৭৭০ টাকা। সেই হিসাবে রাজস্ব আদায় বেড়েছে ২ কোটি ৮৮ লাখ ৪১ হাজার ৩৮৪ টাকা বা ১৩২.১৭ শতাংশ।

আয়কর অধ্যাদেশ ১৯৮৪, ধারা ৫৩ এর আওতায় ডিএসই থেকে ২০১৬-১৭ হিসাব বছরের অক্টোবর মাসে সদস্য ব্রোকারেজ হাউজের কাছ থেকে এই রাজস্ব আদায় হয়েছে।

শেয়ারবাজারনিউজ/এম.আর

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.