আজ: বুধবার, ০৮ মে ২০২৪ইং, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৭ জানুয়ারী ২০১৮, শনিবার |

kidarkar

ভাঙা কাঁচ কেন দুর্ভাগ্য ডেকে আনে?

শেয়ারবাজার ডেস্ক: ভাঙা আয়নাও আপনার জীবনে বিপদ ডেকে আনতে পারে৷ আজকের একবিংশ শতাব্দীতে এই বিষয়টি সত্যিই খুব অবিশ্বাস্য৷ কিন্তু কেন ভাঙা আয়না দুর্ভাগ্যের কারণ তা বলা রয়েছে শাস্ত্রে৷ ভারতীয় বেশ কিছু গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।

বাস্তুশাস্ত্র অনুযায়ী ভাঙা কাঁচও বাড়ির জন্য খুবই ক্ষতিকর হতে পারে৷ এই ভাঙা আয়না নেগেটিভ এনার্জি ডেকে আনতে পারে জীবনে৷ তাই এখনই ঘরের মধ্যে যদি কোনও ভাঙা কাঁচ থাকে তাহলে বাড়ি থেকে সেগুলো ইতিমধ্যেই সরিয়ে দিন৷

শাস্ত্রে উল্লেখ আছে, শোয়ার ঘরে কিংবা প্রবেশদ্বারের সামনে কখনও আয়না রাখবেন না৷ শোয়ার ঘরে আয়না রাখা একেবারে নৈব নৈব চ৷ তবে, যদি রাখতেই হয় আয়না আপনার বেডরুমে তাহলে সেটি ব্যবহারের পর কাপড় দিয়ে ঢেকে রাখুন৷ রাতের বেলা ঘুমচোখে উঠে কোনওদিনই দেখবেন না আয়না৷ তাহলে তাতে ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে৷

হিন্দুশাস্ত্র মতে, আয়না মানুষের আত্মার অংশকে তার ভিতরে ধরে রাথে৷ আবার যখন দেবতা বা অপদেবতারা কোনও মানুষের সঙ্গে যোগাযোগ করতে চান তখন সেই আয়নার মধ্য দিয়েই নাকি যোগাযোগ করে৷ আয়না ভাঙলে লক্ষ্মীদেবী রুষ্ট হন৷ তাই আর্থিক কষ্টেও আপনি ভুগতে পারেন৷ এমনকি ভাঙা আয়নার যদি আপনি স্বপ্ন দেখেন তাহলে আপনার কাছের কোনও ব্যক্তির মৃত্যু আসন্ন৷

তবে, একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এই ধরণের সংস্কারকে নেহাতই কুসংস্কারই বলা যায়৷ অতীতে এই ধরণের একটি মিথ্যে রটনা করা হয়েছিল৷ কারণ সেই সময় কাঁচ ছিল বহুমূল্য৷ সেই কারণে চট করে যাতে কেউ না ভেঙে ফেলে সেই কারণে এই ধরণের মন্তব্য করা হত৷

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.