আজ: বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ইং, ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২২ মার্চ ২০২৪, শুক্রবার |

kidarkar

২২ ও ২৩ মার্চ অনেক পণ্যে ‘স্বপ্ন’-তে আবারো বিশেষ ছাড়

নিজস্ব প্রতিবেদক: সুপারশপ স্বপ্ন প্রতি সপ্তাহে গ্রাহকদের জন্য বেশকিছু প্রয়োজনীয় পণ্য খুচরা বাজারের চেয়ে কম দামে কেনার সুবিধা দিচ্ছে ।

এছাড়া রমজানকে ঘিরে প্রয়োজনীয় পণ্যগুলোতে থাকছে বিশেষ ছাড় ।

এদিকে সুপার মার্কেট ওনার্স এসোসিয়েশন রমজানে প্রতিবারের মত এবারও বাজার সহনশীল রাখার কার্যক্রম পরিচালনা করছেন। সুপার মার্কেট ওনার্স এসোসিয়েশনের এই কার্যক্রম এর অংশ হিসেবে স্বপ্ন আসছে ২২ ও ২৩ মার্চও খোলা বাজারের চেয়ে কম দামে বেশকিছু পণ্য গ্রাহকদের নিকট বিশেষ ছাড়ে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে।

নীচে বিশেষ ছাড়ের পণ্যগুলোর দাম তুলে ধরা হলো :

৫ উত্তর “২২ ও ২৩ মার্চ অনেক পণ্যে ‘স্বপ্ন’-তে আবারো বিশেষ ছাড়”

  • জয় says:

    ২২/৩/২৪ বাজারমূল্য
    মরিচ ৪০ – ৬০ টাকা
    নাজির ৬৮-৭০ পাইকারী ৬৩-৬৫
    বেগুন ৩০-৪০
    শসা ৩৫-৪০
    ছোলা ৯৮-১০৫
    সো স্বপ্নতে অনেক বেশি নয় কি?

  • Anonymous says:

    ১. মাকর্স দুধ বাহিরে ভ্যাট ছাড়া কেজি ৭৮০ টাকা
    ২ .মশুর ডাল বড় ১০৫ টাকা কেজি,
    ৩. কাচাঁ মরিচ ৫০-৬০ টাকা ,
    ৪. চিনি প্রতি কেজি ১২৫ টাকা,
    ৫. বেগুন ২০, ২৫ টাকা কেজি,
    ৬. পেয়াঁজ ৫০ টাকা বাইরে, স্বপ্নতে ৭০ টাকার উপরে।
    ৭. মাছের দাম স্বপ্নে আকাশ ছোঁয়া। এখান থেকে প্রতি কেজি ১০০ টাকা কমে বাহিরে পাওয়া যায়।

    বাহিরে যাচাছাই করে কিনলে প্রায় নিত্যপণ্যই স্বপ্ন থেকে অনেক কমে কেনা যায়।

  • এস,ও. রহমান says:

    ১. মাকর্স দুধ বাহিরে ভ্যাট ছাড়া কেজি ৭৮০ টাকা
    ২ .মশুর ডাল বড় ১০৫ টাকা কেজি,
    ৩. কাচাঁ মরিচ ৫০-৬০ টাকা ,
    ৪. চিনি প্রতি কেজি ১২৫ টাকা,
    ৫. বেগুন ২০, ২৫ টাকা কেজি,
    ৬. পেয়াঁজ ৫০ টাকা বাইরে, স্বপ্নতে ৭০ টাকার উপরে।
    ৭. মাছের দাম স্বপ্নে আকাশ ছোঁয়া। এখান থেকে প্রতি কেজি ১০০ টাকা কমে বাহিরে পাওয়া যায়।

    বাহিরে যাচাছাই করে কিনলে প্রায় নিত্যপণ্যই স্বপ্ন থেকে অনেক কমে কেনা যায়।

  • M.A.ALI. says:

    বাজার দাম দেখে খুশিতে নাছতে ইচ্ছে করছে।

  • ইকবাল says:

    আপনাদের একটু দাম বেশি

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.