আজ: মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ইং, ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৭ জানুয়ারী ২০১৬, রবিবার |

kidarkar

দাপুটে জয় পেল বাংলাদেশ

Bangladesh-Vs-Zimababweশেয়ারবাজার ডেস্ক: সাব্বির রহমানের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে ভর করে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে চার উইকেটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জিতেছে ৪২ রানের ব্যবধানে। ব্যাট হাতে ৪৩ রানের অপরাজিত ইনিংস খেলার পর বল হাতেও তিনটি উইকেট নিয়েছেন সাব্বির।

১৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালোভাবেই করেছিল জিম্বাবুয়ে। উদ্বোধনী জুটিতে ৫০ রান যোগ করেছিলেন হ্যামিল্টন মাসাকাদজা ও ভুসি সিবান্দা। তবে নয় ওভারের মধ্যে এই দুজনের উইকেটই তুলে নিয়েছে বাংলাদেশ। সপ্তম ওভারে বাংলাদেশ প্রথম সাফল্য পেয়েছিল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার দারুণ বোলিংয়ের সুবাদে। ২১ রান করে মাশরাফির বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন সিবান্দা। নবম ওভারে বিপজ্জনক ব্যাটসম্যান মাসাকাদজাকেও সাজঘরমুখী করেছেন সাব্বির রহমান। ৩০ রান করে ফিরে গেছেন মাসাকাদজা। ১১তম ওভারে রিচমন্ড মুতুম্বানির উইকেটও তুলে নিয়েছেন এই ডানহাতি স্পিনার। আর তার আগের ওভারে শেন উইলিয়ামসকে আউট করেছেন শুভাগত হোম। ১৭তম ওভারে মুস্তাফিজ নিয়েছেন দুটি উইকেট। পিটার মুর ও নেভিল মাদজিভা; দুজনকেই বোল্ড করে সাজঘরে ফিরিয়েছেন মুস্তাফিজ।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে সাব্বির ও সৌম্য সরকারের ৪৩ রানের ইনিংস দুটির সুবাদে স্কোরবোর্ডে ১৬৭ রান জমা করেছিল বাংলাদেশ। সাকিব খেলেছেন ২৭ রানের অপরাজিত ইনিংস।

 

শেয়ারবাজারনিউজ/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.