আজ: রবিবার, ০৫ মে ২০২৪ইং, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৪ অক্টোবর ২০১৬, সোমবার |

kidarkar

ইউএসএফডিএ’র দ্বিতীয় পণ্যের অনুমোদন পেল বেক্সিমকো ফার্মা

Beximco pharmaশেয়ারবাজার ডেস্ক: কার্ডিওভাস কুলার ড্রাগ বেটাপেস এর জেনেরিক ভার্সন সোটালোল হাইড্রক্লো রাইড এর এএনডিএ অনুমোদন লাভ করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ২০১৫ সালে জুন মাসে কার্ভোডিলল এর অনুমোদন লাভ করার পর এটি বেক্সিমকো ফার্মার দ্বিতীয়পণ্য যা ইউএসএফডিএ’র অনুমোদন লাভ করলো। এ অনুমোদন লাভের ফলে বেক্সিমকো ফার্মা বিভিন্ন মাত্রার (৮০ মি.গ্রা., ১২০ ও ১৬০ মি.গ্রা) সোটালোল ট্যাবলেট উৎপাদন করতে পারবে। ২০১৭ সালের প্রথম প্রান্তিকের মধ্যে সোটালোল ট্যাবলেট বাজারজাত করার আশা করছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।

আইএমএসএর তথ্য অনুযায়ী,বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে টেভা, কোয়ালিটেস্ট, এ্যাপোটেক্স এবং স্যানডোজ নামের চারটি কোম্পানির সোটালোল জেনেরিক ট্যাবলেট বাজারে চালু রয়েছে।

এ অনুমোদন সম্পর্কে বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান এমপি বলেন, “আমাদের দ্বিতীয় পণ্য ইউএসএফডিএ’র এএনডিএ অনুমোদন লাভ করায় আামরা সত্যিই আনন্দিত। সোটালোল সম্পূর্ণভাবে আমাদের ইন হাউজ প্রোডাক্ট। সক্ষমতাবৃদ্ধি, রিসার্চ ও ডেভেলপমেন্ট এবং রেগুলেটরিস্কিল এ আমাদের চলমান উন্নতির বহি:প্রকাশ এটি। আমরা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের বাজারে কার্ভোডিলল রপ্তানি করে আসছি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এ অনুমোদন এবং আরো অনেক ওষুধ যেগুলো অনুমোদনের অপেক্ষায় আছে সেগুলো বিশ্বের সর্ববৃহৎ ওষুধের বাজারে আমাদের উপস্থিতিকে শক্তিশালী করতে সহায়ক হবে।”

বেক্সিমকো ফার্মা বাংলাদেশের সর্ববৃহৎ ওষুধ রপ্তানীকারী প্রতিষ্ঠান যা রেকর্ড সংখ্যক পাঁচবার জাতীয় রপ্তানি ট্রফি (স্বর্ণ) অর্জন করেছে। বর্তমানে ৫০টিরও বেশি দেশে ওষুধ রপ্তানিকরছে বেক্সিমকো ফার্মা। বেক্সিমকো ফার্মার উৎপাদন সুবিধা ইউএসএফডিএ, এজিইএস (ইইউ), টিজিএঅষ্ট্রেলিয়া, হেলথ কানাডা, জিসিসি এন্ড টিএফডিএসহ বিশ্বের বিভিন্ন নিয়ন্ত্রকসংস্থা কর্তৃক স্বীকৃত।

শেয়ারবাজারনিউজ/ম.সা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.