আজ: রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ইং, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৮ মার্চ ২০১৭, শনিবার |

kidarkar

ব্যাংক খাতে লেনদেন ও বাজার মূলধন দুটোই বেড়েছে

Bank_ব্যাংকশেয়ারবাজার রিপোর্ট: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যাংক খাতে গত সপ্তাহে লেনদেন ও বাজার মূলধন দুটোই বেড়েছে। আগের সপ্তাহের তুলনায় এ খাতে লেনদেন বেড়েছে ৫০ শতাংশ। আর শেয়ার দর বাড়ায় খাতটির বাজার মূলধন ৯৫৩ কোটি টাকা বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংক খাতের প্রতি বিনিয়োগকারীরা আস্থা ফিরে পেয়েছে। কারণ ২০১৬ সমাপ্ত বছরে ব্যাংকগুলোর প্রকৃত মুনাফা বেড়েছে। পাশাপাশি বর্তমানে ব্যাংকগুলোর ডিভিডেন্ডের মৌসুম চলছে।

সূত্রমতে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে ব্যাংক খাতে তালিকাভুক্ত ৩০টি কোম্পানির মোট ১০ কোটি ২৩ লাখ ৭১ হাজার ৩৪৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১ হাজার ১০৭ কোটি ৭৮ লাখ ৫০ হাজার টাকা। সেই হিসেবে ওই সপ্তাহের দিন প্রতি গড়ে লেনদেন হয়েছে ২২১ কোটি ৫৫ লাখ ৭০ হাজার টাকা। যা তার আগের সপ্তাহের তুলনায় ৫০ শতাংশ বেশি।

তার আগের সপ্তাহে এ খাতে থাকা ৩০টি কোম্পানির মোট ৬ কোটি ৯ লাখ ৬৩ হাজার ৩৫৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৩৮ কোটি ৭৬ লাখ ৫০ হাজার টাকা। সেই হিসেবে এ দিন প্রতি এ খাতে গড় লেনদেন হয়েছে ১৪৭ কোটি ৭৫ লাখ ৩০ হাজার টাকা।

১৬ মার্চ (২০১৭) সমাপ্ত সপ্তাহে ব্যাংক খাতে বাজার মূলধনের পরিমাণ দাড়িয়েছে ৫৮ হাজার ৪৭৩ কোটি ৫০ লাখ টাকা। যা আগের সপ্তাহে ছিল ৫৭ হাজার ৫২০ কোটি ৮০ লাখ ৭০ হাজার টাকা। সেই হিসেবে এক সপ্তাহের ব্যবধানে এ খাতের বাজার মূলধন বেড়েছে ৯৫২ কোটি ৬৯ লাখ ৩০ হাজার টাকা।

উল্লেখ্য, গত সপ্তাহে ডিএসই’তে ব্যাংক খাতের প্রাইস আনিং রেশিও (পিই) ছিল ১০ এবং তার আগের সপ্তাহে ছিল ৯.৯৮। এক সপ্তাহের ব্যবধানে এ খাতের পিই রেশিও বেড়েছে ০.০২।

শেয়ারবাজারনিউজ/রু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.