আজ: শনিবার, ২৭ জুলাই ২০২৪ইং, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১০ মে ২০১৫, রবিবার |

kidarkar

শিশুরাও অভ্যস্ত হচ্ছে স্মার্টফোনে

Children_Tabletশেয়ারবাজার ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে বড়দের মত অভ্যস্ত হয়ে উঠছে শিশুরাও।যুক্তরাষ্ট্রে ছয় মাস থেকে চার বছর বয়সী শিশুদের মধ্যে করা এক জরিপে এমন তথ্য উঠে এসেছে।

জরিপে প্রাপ্ত তথ্য মতে, এক বছর বয়সের প্রতি সাতটি শিশুর মধ্যে একটি শিশু গড়ে দৈনিক এক ঘণ্টা করে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে। এ ছাড়া দুই বছর বয়সী প্রতিটি শিশু স্মার্টফোন ব্যবহারে দক্ষ।

যুক্তরাষ্ট্রের আইনস্টাইন হেলথ কেয়ার নেটওয়ার্ক কর্তৃক পরিচালিত জরিপে নেতৃত্ব দেওয়া হিলদা কাবালি বলেন, ‘আমাদের ধারণা ছিল না যে ছয় মাস বয়সী শিশুরাও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে  জানে। এমন অনেক শিশুকে  দেখেছি  যারা আধাঘণ্টা ধরে এসব  ডিভাইস ব্যবহার করেছে।’ ছয় মাস থেকে চার বছর বয়সী ৩৭০ জন শিশুর ওপর এই জরিপ চালানো হয়।

অভিভাবকদের দেওয়া তথ্যমতে, এসব শিশুর মধ্যে ৫২ শতাংশ নিয়মিত টিভি দেখে, ৩৬ শতাংশ স্মার্টফোন বা  ট্যাবের  স্ক্রিন স্পর্শ ও স্ক্রল করতে পারে, ২৪ শতাংশ শিশু ফোন দিয়ে কল করতে পারে, ১৫ শতাংশ মোবাইল অ্যাপ্লিকেশনের ব্যবহার জানে এবং ১২ শতাংশ ভিডিও গেম খেলতে জানে।

শেয়ারবাজারনিউজ/রু/অ/মু/তু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.