দুই ঘন্টায় লেনদেন ছাড়ালো সাড়ে ৪০০ কোটি টাকা

শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের উভয় শেয়ারবাজারে সূচকের উত্থানে চলছে লেনদেন। এদিন শুরু থেকেই সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার প্রথম দুই ঘন্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশীরভাগ কোম্পানির শেয়ার দর। আর এ সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছাড়িয়েছে সাড়ে ৪০০ কোটি টাকা।
দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৫১২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৯০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬৯৪ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ২৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৭টির, কমেছে ৬৬টির আর অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ার দর। যা টাকার লেনদেন হয়েছে ৪৬২ কোটি ১ লাখ ১৪ হাজার টাকা।
এর আগে বুধবার ডিএসইর ব্রড ইনডেক্স ৩ পয়েন্ট কমে অবস্থান করে ৪৪৫৫ পয়েন্টে। ওইদিন লেনদেন হয় ৭৮২ কোটি ৯০ লাখ ৫৬ হাজার টাকা।
এদিকে দুপুর সাড়ে ১২ টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক ১০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৫১৪ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ২০৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ৬৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৩টির। যা টাকার অংকে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৪০ লাখ ৭৬ হাজার টাকা।
শেয়ারবাজারনিউজ/অ