আজ: মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ইং, ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০২ জুন ২০১৫, মঙ্গলবার |

kidarkar

মুখ দেখে চেনার এটিএম মেশিন তৈরী করেছে চায়না

facial-recognition3শেয়ারবাজার ডেস্ক: চীন বিশ্বের মধ্যে প্রথম গ্রাহকের মুখ দেখে চেনার এটিএম মেশিন তৈরী করেছে। এর প্রস্তুতকারকরা বলছেন, এ ব্যবস্থা এটিএমে চুরি, জালিয়াতি ও প্রতারণা কমাতে সাহায্য করবে।

চীনের পূর্বাঞ্চলীয় ঝেঝিয়াং প্রদেশের শিংহুয়া ইউনিভার্সিটি এবং জেকোয়ান টেকনোলজি যৌথভাবে মেশিনটি তৈরী করেছে। জেকোয়ান টেকনোলজি আর্থিক লেনদেন সংক্রান্ত নিরাপত্তা সংরক্ষণে বিশেষায়িত একটি প্রতিষ্ঠান। খবর সাউথ চায়না মর্নিং পোষ্ট-এর।

এটিএম মেশিনটিতে একটি ক্যামেরো সংযোজন করা হয়েছে যা ব্যবহারকারীর ছবি নিয়ে ডাটাবেজে সংরক্ষিত গ্রাহক বা ব্যবহারকারীর আইডি ছবির সাথে মিলিয়ে দেখবে যে ব্যবহারকারী একই ব্যাক্তি কি না। এ মেশিন এর সাথে স্থানীয় থানা ও সংশ্লিষ্ট ব্যাংকের শাখারও লিংক বা যোগাযোগ থাকবে।

এক জনের কার্ড ব্যবহার করে অন্য কেউ আর টাকা তুলতে পারবে না, এ মেশেন সে নিশ্চয়তা দেবে। এর দ্বারা একদিকে যেমন চুরি ও জালিয়াতি ঠেকানো যাবে, তেমনি গ্রাহকের আত্মীয়-স্বজন বা বন্ধুরাও তার হয়ে টাকা তুলতে পারবেন না, এখন যেমন অসুস্থতা বা অন্য কোন কারনে এটিম ক্যাশ পয়েন্ট থেকে একজন আর একজনের টাকা তুলে থাকেন।

এ মেশিনের মাধ্যমে গ্রাহকরা ব্যাংকে টাকা জমাও দিতে পারবেন, তবে মেশিনটিতে টাকার নোটের সিরিয়াল নম্বর পড়ার ও রেকর্ড করার ব্যবস্থা থাকবে, ফলে জাল টাকা সনাক্ত করতে সক্ষম হবে এবং সে জাল নোট নিতে অস্বীকার করবে।

এটিএম মেশিনটি সম্পূর্ণভাবে চীনে তৈরী, যদিও ঠিক করা হয়নি কোন কোম্পানীকে এটা বণিজ্যিকভাবে তৈরী করার দায়িত্ব দেয়া হবে। গত সপ্তাহে চীন সরকার “চীনে তৈরী” (গধফব রহ ঈযরহধ) নামে একটি ক্যাম্পেইন বা প্রচারণা শুরু করার পর এ মেশিনটি উন্মোচন করা হ’ল এবং এর সংবাদ প্রচার করা হল। চীন সরকারের “চীনে তৈরী” প্রচারণার উদ্দেশ্য হ’ল, চীন যে এখন আন্তর্জাতিক বাজারের জন্য বিশ্বমানের প্রযুক্তি ব্যবহার করে ভাল মান সম্পন্ন পণ্য তৈরী করছে, বিশ্বকে তা অবহিত করা অবশ্য চিলি এবং কলম্বিয়াতে গ্রাহক পরিচিতির জন্য এটিএম মেশিনে আঙ্গুলের ছাপ ব্যবহার করা হয়, কিন্তু এ বায়োমেট্রিক ব্যবস্থা আমেরিকা বা ইউরোপে ব্যবহার করা হয়না, কারণ এর ব্যয় অনেক বেশী।

শেয়ারবাজারনিউজ/রু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.