আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৫ জানুয়ারী ২০২১, মঙ্গলবার |

kidarkar

দশ বছরে সর্বোচ্চ লেনদেন: পতন শেয়ারবাজারে

শেয়ারবাজার ডেস্ক : টানা আট কার্যদিবস উত্থানের পর আজ মঙ্গলবার দেশের উভয় শেয়ারবাজারে পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ শেয়ারবাজারের সব সূচক কমেছে। সেই সাথে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন আড়াই হাজার কোটি টাকার বেশি হয়েছে, যা ১০ বছরের মধ্যে সর্বোচ্চ।

আজ ডিএসইতে ২ হাজার ৫৪৬ কোটি ৮২ লাখ টাকা লেনদেন হয়েছে। যা ডিএসইতে ১০ বছর ২৯ দিন বা ২ হাজার ৩৮৯ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ডিএসইতে ২০১০ সালের ৬ ডিসেম্বর আজকের চেয়ে বেশি লেনদেন হয়েছিল। ওইদিন ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৭১০ কোটি টাকার।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪২.৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬০৯.৭০ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৯.২০ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৩২.৯১ পয়েন্ট এবং সিডিএসইটি ২৩.৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৭৮.৬৭ পয়েন্টে, ২০৫৮.৮৬ পয়েন্টে এবং ১১৮০.৫২ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৩টির বা ৩১.৩৮ শতাংশের, শেয়ার দর কমেছে ১৯৭টির বা ৫৪.৭২ শতাংশের এবং ৫০টির বা ১৩.৮৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৩৪.৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ২৩৭.৭০ পয়েন্টে।

সিএসইতে আজ ২৯৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১৫টির দর বেড়েছে, কমেছে ১৪৯টির আর ৩৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৫৫ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.