ড্রাগন সোয়েটারের বোনাস শেয়ার বিতরণ সম্পন্ন

শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিলস লিমিটেড বোনাস শেয়ার বিতরণ সম্পন্ন করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, কোম্পানিটি ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের অর্জিত লভ্যাংশের বোনাস শেয়ার অদ্য ২৬ জানুয়ারী, মঙ্গলবার সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের মাঝে বিও হিসাবের মাধ্যমে বিতরণ করেছে।
কোম্পানিটি আরও জানিয়েছে, শেয়ার বিক্রয়লব্ধ অংশের বোনাস শেয়ার যথাযথ সময়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যোগ্য শেয়ারহোল্ডারদের নিজ নিজ অ্যাকাউন্টে প্রেরণ করা হবে।
উল্লেখ্য, কোম্পানিটি উক্ত অর্থবছরে ১৫ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছে ।
শেয়ারবাজার নিউজ/মি