আজ: মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ইং, ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৭ জানুয়ারী ২০২১, বুধবার |

kidarkar

উত্থানে শেয়ারবাজার: ডিএসইতে একমাস পর লেনদেন হাজার কোটির নিচে

শেয়ারবাজার ডেস্ক : দেশের উভয় শেয়ারবাজারে আজ বুধবার উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ উভয় শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক বেড়েছে। সেই সাথে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন এক মাস পর হাজার কোটি টাকার নিচে নেমেছে।

আজ ডিএসই ৯০৫ কোটি ৯০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২১৯ কোটি ৫৫ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১২৫ কোটি ৪৬ লাখ টাকার। ডিএসইতে আজকের লেনদেন এক মাস ৪ দিন বা ২৫ কার্যদিবস পর হাজার কোটি টাকার নিচে নেমেছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৯.৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭১৪.৭৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.৪০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৫.৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৭৯.৮৮ পয়েন্টে এবং ২১৭৮.৬০ পয়েন্ট। তবে অপর সূচক এবং সিডিএসইটি ২.০৩ পয়েন্ট কমে ১২২৪.০৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে আজ ৩৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৮টির বা ৩৬.১৫ শতাংশের, শেয়ার দর কমেছে ১২৫টির বা ৩৫.৩১ শতাংশের এবং ১০১টির বা ২৮.৫৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৬.২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫৮৮.৭৫ পয়েন্টে। সিএসইতে আজ ২৪২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯৩টির দর বেড়েছে, কমেছে ৯৫টির আর ৫৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৪৭ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

২ উত্তর “উত্থানে শেয়ারবাজার: ডিএসইতে একমাস পর লেনদেন হাজার কোটির নিচে”

  • 먹튀신고 says:

    having examine this i thought it changed into virtually informative. I respect you taking the effort and time to put this facts collectively. I once more discover myself spending a full-size amount of time each analyzing and commenting. However so what, it become nonetheless really worth it! It is right to hear that your shop is now increasing to new places. I have been a purchaser of fantastic eyes because of all the remarkable work which you guys do . Hope that this growth circulate of yours will come to be a hit. I can honestly move and spot this new save of yours . 먹튀신고

  • sillygooseclub.com says:

    n. While stereo video cameras work for John Deere’s present self-governing tractor, it might use lidar,
    radar, ultrasonic and other technologies for a lot more hard tasks in the future like operating in standing crops, Hindman said.

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.