১৫ ফেব্রুয়ারি থেকে বারাকা পতেঙ্গার বিডিং শুরু

শেয়ারবাজার রিপোর্টঃ শেয়ারবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে অর্থ সংগ্রহের লক্ষ্যে বুক বিল্ডিং পদ্ধতিতে কাট-অব প্রাইস নির্ধারণের জন্য বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের বিডিং (নিলাম) শুরু হবে ১৫ ফেব্রুয়ারি বিকাল ৫টায়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ১৫ ফেব্রুয়ারি বিকাল ৫টায় বিডিং শুরু হয়ে চলবে ১৮ ফেব্রুযারি বিকেল ৫টা পর্যন্ত।
এর আগে গত ৫ জানুয়ারি শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৫৫তম সভায় কোম্পানিটিকে বিডিংয়ের অনুমোদন দেওয়া হয়।
বারাকা পতেঙ্গা পাওয়ার বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে ২২৫ কোটি টাকা উত্তোলন করবে। যা তার সাবসিডিয়ারি কর্ণফুলী পাওয়ার ও বারাকা শিকলবাহা পাওয়ারে বিনিয়োগ, আংশিক দীর্ঘমেয়াদি ঋণ পরিশোধ এবং আইপিওজনিত ব্যয়ে ব্যবহার করা হবে।
কোম্পানিটির ২০১৯-২০ অর্থবছরে সমন্বিতভাবে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪.৩৭ টাকা। আর বিগত পাঁচটি আর্থিক বিবরণী অনুযায়ী ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩.৩০ টাকা। ২০২০ সালের ৩০ জুন কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকায়।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস।
Hi, yes this paragraph is actually pleasant and I have learned lot of things from it concerning blogging. thanks.|
http://totobarong.com
accurate info that you gave here!
http://semarjitu.com
Data Togel Hari Ini Data Togel Hari Ini http://nuremberg123.com/
Keluaran Togel Hari Ini Keluaran Togel Hari Ini http://bluestackforpc.com/
Data Togel Terlengkap Data Togel Terlengkap http://seorang-manusia.info/
Bocoran Togel Terpercaya Bocoran Togel Terpercaya Bocoran Togel Terpercaya http://167.172.92.114/
Slot Online Terpercaya Slot Online Terpercaya Slot Online Terpercaya https://bootstrapping-awesome.org/
ラブドール 賢明なTPEセックス人形とシリコーンセックス人形の違い
LATO4D adalah situs slot bergaransi kekalahan yang dapat anda claim setiap hari. Guna menunjang persentase kemenangan setiap member
loratsepaami lihasrelaksantti annostus