করোনায় দেশে গত ২৪ ঘন্টায় আরো ১০ জনের প্রাণ গেল

শেয়ারবাজার ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে, একই সময় নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৩৮৮ জন। বুধবার ( ১০ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৩৯ হাজার ১৫৩ জন হয়েছে। আর মৃতের সংখ্যা বেড়ে ৮ হাজার ২৩৯ জনে দাঁড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৪ হাজার ৯৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩৭ লাখ ৯২ হাজার ২৪১টি নমুনা।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৫৯ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ২২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ০১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত এক দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৭১৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে মোট সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৮৫ হাজার ২৯০ জন হয়েছে।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছর ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।
বিশ্বে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ইতোমধ্যে ১০ কোটি ৬৯ লাখ পেরিয়েছে, মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৩ লাখ ৪২ হাজার।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ৩২তম স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ৩৮তম অবস্থানে।
শেয়ারবাজার নিউজ/মি
Good text bro. thank you
This post is in fact a good one it assists new internet visitors, who
are wishing in favor of blogging.
thank you very post bro. escort bayan konya
Everyone who wants to be can chat very nice and high quality, without disturbing the peace.
https://www.chatdiyari.net/forum/index.php?topic=7.0
Manhwa Önerileri, Anime Önerileri, Manga Önerileri, Anime Haberleri, İsekai Anime Önerileri