স্পট মার্কেটে যাচ্ছে ২ কোম্পানি

শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি আগামী রবিবার, ১৪ ই ফেব্রুয়ারি স্পট মার্কেটে যাচ্ছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
কোম্পানিগুলো হচ্ছে- সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এবং আলহাজ্ব টেক্সটাইল।
জানা যায়, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড আগামী ১৪ তারিখ থেকে স্পট মার্কেটে লেনদেন করবে এবং শেষ হবে ১৫ ফেব্রুয়ারি।
স্পট মার্কেট সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ ফেব্রুয়ারি। রেকর্ড ডেটের কারণে ওই দিন কোম্পানির লেনদেন স্থগিত থাকবে। রেকর্ড ডেটের পর স্বাভাবিক নিয়মে চলবে কোম্পানির লেনদেন।
অপরদিকে, আল-হাজ্ব টেক্সটাইলের লেনদেন ১৪ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ১৬ ফেব্রুয়ারি।
কোম্পানিটির স্পট মার্কেট সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ ফেব্রুয়ারি। রেকর্ড ডেটের কারণে ওই দিন কোম্পানির লেনদেন স্থগিত থাকবে। রেকর্ড ডেটের পর স্বাভাবিক নিয়মে চলবে কোম্পানির লেনদেন
শেয়ারবাজার নিউজ/মি
আপনার সংবাদ গুলি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ।কিন্তু একটা খবর ওপেন করার পর যখন দেখি সেটা কয়েক মাস এমন কি ২/১বছর আগের। অথচ পত্রিকার উপরের তারিখটা আজকেরই। তখন খুব খারাপ লাগে।
An interesting discussion is worth comment. I believe that you
need to publish more on this topic, it might not be a taboo matter but usually people
don’t discuss these subjects. To the next! Kind regards!!
There’s certainly a lot to find out about this topic.
I like all the points you have made.